CV anand and bratya

CV Ananda Bose Bratya Basu: সি ভি আনন্দকে আইনি হুঁশিয়ারী ব্রাত্যর

ইউ এন লাইভ নিউজ ডেস্ক: বিশ্ববিদ্যালয় বিভিন্ন সমস্যার পরে জানা যায় ১৪ টি বিশ্ববিদ্যালয় উপাচার্য হীন। এই বিশ্ববিদ্যালয়গুলির দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন রাজ্যপাল ও আচার্য সিভি আনন্দ বোস বৃহস্পতিবার রাজভবনের তরফে বিবৃতি জানানো হয় ওই চৌদ্দটি বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যের দায়িত্ব পালন করবেন স্বয়ং আচার্য নিজেই। পরুয়াদের সার্টিফিকেট সংক্রান্ত সমস্যা সমাধানের দিকে লক্ষ্য রাখবেন তিনি শুক্রবার এই নিয়ে কটাক্ষ করেন পশ্চিমবঙ্গের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু তিনি আইনি তিনি রাজ্যপালকে কটাক্ষ করার সাথে সাথে আইনি পদক্ষেপে যাওয়ার হুঁশিয়ারি ও দেন।

শুক্রবার বিধানসভায় সাংবাদিকদের সামনাসামনি, ব্রাত্য বসু জানায় উপাচার্যের দায়িত্ব আচার্যের কাঁধে তুলে দেওয়ার অর্থ যার নাম চাল ভাজা তার নামই মরি। তিনি আরো জানান “যিনি আচার্য তিনি উপাচার্য, কোন আইনের বলে উনি এই কাজ করলেন তা জানা সম্ভব হচ্ছে না এই বিষয়ে আমরা আইনি পদক্ষেপ নেব বলে ভাবনা চিন্তা করেছি।” অন্যদিকে এ প্রসঙ্গে রাহুল সিনহা একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে জানান “ষড়যন্ত্র করে বিশ্ববিদ্যালয়গুলি শিক্ষার পরিবেশ নষ্ট করার কাজ রাজ্য সরকার করছে। সরকারের ষড়যন্ত্র শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ নষ্ট হচ্ছে। এটা একটা চক্রান্ত চলছে। রাজ্যপাল তথা আচার্য এই ঘটনা সহ্য করতে পারেন না তাই তার এই পদক্ষেপ উপাচার্য না থাকলে আচার্য সেই দায়িত্ব পালন করবে এটাই স্বাভাবিক।”