ইউ এন লাইভ নিউজ: আবহাওয়ার দ্রুত বদল হচ্ছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হয়েছে বৃষ্টি। নিম্নচাপের প্রভাবে আজ বুধবার থেকে শুক্রবার পর্যন্ত দফায় দফায় বৃষ্টি হবে। বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি হতে শুরু করেছে। তার মধ্যেই আবার বৃষ্টি নিম্নচাপের। ফলে নতুন করে আতঙ্ক তাড়া করছে বন্যা দুর্গত মানুষদের। ওড়িশা, অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে নিম্নচাপ তৈরি হয়েছে। সেটি ক্রমশ স্থলভাগের দিকে এগিয়ে আসছে। তার প্রভাবেই গাঙ্গেয় দক্ষিণবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হবে। এই আশঙ্কার কথা জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আজ বুধবার পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, হাওড়া, হুগলি, বীরভূম, মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন সকাল থেকে দফায় দফায় বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের একাধিক জেলা এখনও প্লাবিত। হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ অঞ্চল জলের নীচে রয়েছে। তার মধ্যেই আবার বৃষ্টির ভ্রুকূটি। বন্যা পরিস্থিতির কতটা অবনতি হবে? ডিভিসি কি আবার জল ছাড়বে? আতঙ্ক তাড়া করছে সাধারণ মানুষের মধ্যে।
আবহাওয়া দফতর জানাচ্ছে, এই নিম্নচাপের কারণে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প দক্ষিণবঙ্গে ঢুকবে। তার জেরে বিক্ষিপ্ত বৃষ্টি হবে বিভিন্ন জায়গায়। কলকাতাতেও মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। বড় কোনও দুর্যোগকে ঘনিয়ে কি আসবে? সেই বার্তা এখনও নেই। দক্ষিণবঙ্গে আগামী দু’দিন বৃষ্টি চলবে। তবে বন্যা দুর্গত জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। আজ বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর কোচবিহারে বৃষ্টি হবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে।
Leave a Reply