ইউ এন লাইভ স্পোর্টস ডেস্ক: ২৪ জুন। ইন্টারন্যাশনাল ফেইরি ডে। অর্থাৎ আন্তর্জাতিক রূপকথার দিন। আর এই দিনেই জন্মগ্রহণ করেছিলেন ফুটবলের ম্যাজিশিয়ান লিওনেল মেসি। ২০২৩ সালে তিনি ৩৬ বছরে পা রাখলেন। আরও একটা বছর বয়স বাড়ল লিয়োনেল মেসির। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে তাঁর জন্য ভেসে আসছে শুভেচ্ছা বার্তা। ইতিমধ্যেই গোটা ফুটবল বিশ্বে শুভেচ্ছার বন্যা বইতে শুরু করেছে।
গত একটা বছর লিওনেল মেসির কাছে স্বপ্নের মতো ছিল। ২০২২ কাতার বিশ্বকাপ জয় তাঁর সাধ এবং সাধ্যের ঝুলিকে একেবারে ভরিয়ে দিয়েছে। বর্তমানে তিনি রোজারিও শহরে ছুটি কাটাচ্ছেন। খুব তাড়াতাড়িই তিনি মেজর সকার লিগে ইন্তার মায়ামি ক্লাবে যোগ দেবেন।
২০২১ সালে পেয়েছেন কোপা আমেরিকা। ২৮ বছরে পরে আবার লাতিন আমেরিকার সেরা দল হয়েছে আর্জেন্টিনা। পরের বছর জন্মদিনের মাসেই জিতেছেন ফাইনালিসিমা। ইউরোপের চ্যাম্পিয়ন ইটালিকে হেলায় হারিয়েছে আর্জেন্টিনা। কিন্তু তখনও বোধ হয় বুকের বাঁ দিকটায় হালকা খচখচানি থাকতই। কারণ, অধরা ছিল বিশ্বকাপ।
ইতিমধ্যেই ফুটবল কেরিয়ারের সায়াহ্নে এসে দাঁড়িয়েছেন মেসি। সম্প্রতি একটি ইন্টারভিউয়ে তিনি বলেছেন, ‘আমার জেতার আর কিছুই বাকি নেই।’ যা ট্রফি জেতা সম্ভব, তার প্রত্যেকটাই মেসির ক্যাবিনেট উজ্জ্বল করেছে। দেশকে বিশ্বকাপ জেতানোর আগে জিতিয়েছেন কোপা আমেরিকাও। পরবর্তী বিশ্বকাপ অর্থাৎ ২০২৬ সাল পর্যন্ত তিনি যে খেলবেন না, সেটাও একপ্রকার জানিয়েই দিয়েছেন।
Leave a Reply