স্পোর্টস ডেস্ক: `চ্যাম্পিয়ন্স দেল মুন্দো’। ব্যালন ডি’অর-গোল্ডেনবুট-বিশ্বকাপ জয়, রেকর্ডের নিরিখে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে অনেকটাই পিছনে ফেলে দিয়েছেন লিওনেল মেসি। ইনস্টাগ্রামে জনপ্রিয়তার নিরিখে সবার উপরে রয়েছে রোনাল্ডো। মেসির সঙ্গে তাঁর চেস খেলার ছবিটি (ফরাসি ব্র্যান্ডের বিজ্ঞাপন) ইনস্টাগ্রামে ৪১.৯ মিলিয়ে মানুষের লাইক পায়। সেই রেকর্ডও ভেঙে দিলেন মেসি। গত ১৮ ডিসেম্বর ফুটবল বিশ্বকাপ জয়ের পর ইনস্টাগ্রামে কয়েকটি ছবি পোস্ট করেন তিনি। এখনও পর্যন্ত তাতে লাইকের সংখ্যা ৫৪.৮ মিলিয়ন। উপচে পড়ছে কমেন্ট বক্সও। ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি লাইকপ্রাপ্ত পোস্ট এটি।
১৮ ডিসেম্বর কাতার বিশ্বকাপে লুইসেল স্টেডিয়ামে ফ্রান্স-আর্জেন্টিনার রোমহর্ষক ফাইনালের শেষটা হয়েছে মেসি-দি মারিয়াদের জয় দিয়ে। ৩৬ বছর পর বিশ্বকাপ জয়ের খরা কাটিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। ২০১৪-র পর ফের একবার গোল্ডেন বল পুরস্কারের মালিক মেসি। গোল্ডেন গ্লাভসও পেয়েছেন আর্জেন্টাইন গোলরক্ষক এমি মার্টিনেজ।
ইনস্টাগ্রামে তাঁর দীর্ঘ পোস্টের শিরোনাম ছিল ‘CAMPEONES DEL MUNDO’ (চ্যাম্পিয়ন্স দেল মুন্দো) অর্থাৎ বিশ্ব চ্যাম্পয়ন এবং ট্রফির সঙ্গে একাধিক ছবি। মেসির এই পোস্টের অপেক্ষায় ছিল গোটা নেটদুনিয়া। ঝড়ের গতিতে লাইক আর কমেন্টের বন্যা। হিসেব বলছে লাইকের সংখ্যা ছাপিয়ে গিয়েছে ৫৪.৮ মিলিয়ন লাইক। শুভেচ্ছা জানানোর হিড়িক। তাতেই লাইক পড়ে গেল সাড়ে পাঁচ কোটিরও বেশি।
এটাই প্রথমবার নয়, এর আগেও কোপা আমেরিকা জেতার সময় ইনস্টাগ্রামের সর্বোচ্চ লাইকের সংখ্যায় রোনাল্ডোর পোস্টকে পিছনে ফেলে দিয়েছিলেন লিও। আর এবারেও তাই। বিশ্বকাপ ট্রফি হাতে মেসির ছবি অনুরাগীদের কাছে অনেক বেশি । সেখানেই কিছুটা পিছিয়ে পড়লেন পর্তুগিজ সুপারস্টার।
Leave a Reply