FIFA World Cup 2022: কাতার বিশ্বকাপের তিন সোনার খেলোয়াড়

স্পোর্টস ডেস্ক: ৩৬ বছর পর কাতার বিশ্বকাপের রং নীল-সাদা। অবশেষে স্বপ্ন পূরণ হল লিওনেল মেসির। লা পুলগা অ্যাটোমিকার কেরিয়ার জুড়ে সাফল্য কম নেই। ছিল না শুধু বিশ্বকাপ। টান-টান, রুদ্ধশ্বাস লড়াই শেষে পেনাল্টি শুটআউটে ফ্রান্সকে হারিয়ে বিশ্বজয় করল আর্জেন্টিনা।

দল পেল বিশ্বকাপ। আর মেসির হাতে উঠল সোনার বল। কাতারে সবচেয়ে বেশি অ্যাসিস্ট করে দলকে জেতানোর নজির গড়েছেন তিনি। বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে দু’বার সোনার বল পাওয়ার রেকর্ডও নিজের নামে করে ফেললেন মেসি।

আর্জেন্টিনার বিরুদ্ধে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে ফ্রান্স হারলেও, কাতার বিশ্বকাপে মোট ৮টি গোল করে গোল্ডেন বুট পেলেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। মেসির থেকে একটি গোল বেশি করেছেন তিনি।

আর্জেন্টিনার তেকাঠির নিচে দাঁড়িয়ে বারবার গোল রুখে দিয়ে দলের ত্রাতা হয়ে ওঠা এমিলিয়ানো মার্টিনেজের হাতে উঠল সোনার গ্লাভস।