Liquor sale During Puja: উৎসবের মেজাজে মদে ভাসল বাংলা! রাজ্য জুড়ে বিক্রি হল ঠিক কত টাকার মদ ? জানেন?

নিউজ ডেস্ক: পুজোয় উল্লাসে রেকর্ড বিক্রি হল মদ। ষষ্ঠী থেকে নবমী জলের বোতলের মত বিক্রি হল মদের বোতল। ব্যাপক পরিমাণে মদ বিক্রি হয়েছে পুজোর চার দিন। ২ অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিনের জন্য ড্রাই-ডে তথা ‘নির্জলা’ ছিল। সেই একটা দিন বিক্রিবাটা বন্ধ থাকলেও তার খুব একটা প্রভাব পড়েনি। অন্যদিকে, এবার পুজোয় হুইস্কি-ভদকা-রামের তুলনায় সিংহভাগ বাঙালি গলা ভিজিয়েছে বিয়ারে।

সরকারি সূত্রে খবর, পুজোর চার দিনে মোট ৫৫০ কোটি টাকার মদ বিক্রি হয়েছে। দেশি, বিদেশি ও বিয়ার মিলেই এই পরিমাণ মদ বিক্রি হয়েছে বলে জানানো হয়েছে। এরফলে মোটা অঙ্কের টাকা যে রাজ্যের কোষাগারে ঢুকেছে তাতে কোনও সন্দেহ নেই বলেই জানানো হয়েছে।

আবগারি দফতর সূত্রের খবর পঞ্চমীতে প্রায় ৯০ কোটি, ষষ্ঠীতে প্রায় ৯২ কোটি, সপ্তমী ‘ড্রাইডে’, অষ্টমীতে রেকর্ড হারে ১১২ কোটি, নবমীতে ১০৮ কোটি এবং দশমীতে ১০৩ কোটি টাকার মদ বিক্রি হয়েছে সারা রাজ্যে।

অন্যদিকে, রাজ্যে বিয়ার বিক্রি হয়েছে হয়েছে ১৭ লক্ষ পেটি। এর মধ্যে সেপ্টেম্বরের বিক্রির হিসাব থাকলেও সেগুলি পুজোর স্টক হিসেবে তোলা হয় মনে করা হচ্ছে। ৬৫০ মিলি লিটার বোতলের বিয়ার বিক্রির পাশাপাশি ৩৩০ মিলি লিটারের বিয়ারও বিক্রি হয়েছে রেকর্ড হারে। এক পেটিতে ৬৫০ মিলি লিটারের বোতল থাকে ১২টি। ৩৩০ মিলি লিটারের বোতল থাকে ২৪টি।

আরও পড়ুন: তরুণ প্রজন্মের হাত ধরে সুদিন ফেরার আশায় বাম শিবির

আবগারি পরিসংখ্যান মতে, সেপ্টেম্বরের তুলনায় রেকর্ড হারে ৩০ শতাংশ বেশি মদ বিক্রি হয়েছে রাজ্যে।

আরও পড়ুন: মকর দেবের অন্তর্ধান : সবাইকে কাঁদিয়ে চলে গেল বাবিয়া !

অন্যদিকে আর এক প্রতিবেশি রাজ্য অসমেও উৎসবের মধ্যে রেকর্ড মদ বিক্রি হয়েছে। গুয়াহাটিতে সর্বোচ্চ পরিমাণে মদ বিক্রি হয়েছে। পুজোর পাঁচদিন ১৬ কোটি টাকারও বেশি মদ বিক্রি হয়েছে গুয়াহাটিতে। যা অন্যতম রেকর্ড বলেই মনে করছে প্রশাসন।