নিউজ ডেস্ক : ফের কি ফিরবে মধ্যযুগীয় নিয়ম-কানুন? ভারতের আনাচে কানাচে আবার কি বসবে খাপ পঞ্চায়েত? আইনমন্ত্রীদের বৈঠকে মোদির ভাষণে এমনই আভাস মিলেছিল সম্প্রতি। প্রধানমন্ত্রীর বার্তাকে শিরোধার্য করে এবার কি সেই পথেই এগোচ্ছে মধ্যপ্রদেশ সরকার? পুলিশের উদ্দেশ্যে বিজেপি সরকারের কড়া নিদান, লিভ ইন সম্পর্কে থাকা কোনো মহিলা তাঁর সঙ্গীর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ করলেই এফআইআর নয়, তাঁদের মুখোমুখি বসিয়ে করাতে হবে আলোচনা।
বিজেপিশাসিত মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে, লিভ ইন সম্পর্কের ক্ষেত্রে সঙ্গীর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ করলেই সঙ্গে সঙ্গে এফআইআর দায়ের করা যাবেনা। অভিযোগের পর প্রথমে অভিযোগকারিণী এবং অভিযুক্তকে মুখোমুখি বসিয়ে তাঁদের বক্তব্য শুনতে হবে। এরপরেও যদি মহিলা অভিযোগ করতে চান তবেই হবে প্রাথমিক অনুসন্ধান। এরপর অভিযোগের সত্যতা প্রমাণিত হলে দায়ের করা যাবে এফআইআর। তারপর শুরু হবে তদন্ত।
মধ্যপ্রদেশের বিজেপি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রের এই নির্দেশের পরেই বিরোধীমহলে উঠেছে প্রশ্ন। খাপ পঞ্চায়েত বসানোর উদ্দেশ্যেই কি এফআইআরের পরিবর্তে আলোচনার নির্দেশ সরকারের? যদিও বিজেপি সরকারের যুক্তি, বহু লিভ ইন মামলার ক্ষেত্রেই, প্রথম দিকে অভিযোগকারিণী গুরুতর অভিযোগ করলেও, পরবর্তীতে নিজের অবস্থান থেকে সরে যান। আপস মীমাংসার মাধ্যমেই উভয়ের মধ্যে মিটে যায় সমস্যা। কিন্তু তাঁদের মাঝে পড়ে হয়রানির শিকার হতে হয় পুলিশকে।
আরও পড়ুন : ‘চলে এসো’ ভারত জোড়ো যাত্রায় রাহুলের ডাকে উচ্ছ্বসিত কলকাতার মেয়ে
Leave a Reply