ঘরে বসেই দেখুন পুজো: উদ্যোগ রাজ্য সরকারের

নিউজ ডেস্ক: করোনা আবহ কাটিয়ে এই বছরের দুর্গাপুজোয় আনন্দে মেতে উঠতে প্রস্তুত বাঙালি। পুজোর বাকি হাতেগোনা আর মাত্র কয়েকটা দিন। আমাদের এই জনবহুল শহর কলকাতায় পুজোর সময় উপচে পড়া মানুষের ভিড়ই যেন স্বাভাবিক চিত্র। তবে এমন মানুষও রয়েছেন, যাঁরা বিভিন্ন শারীরিক অসুস্থতার কারণে, বয়সজনিত কারণে চাইলেও করতে পারেন না প্যান্ডেল হপিং। প্রবাসী বাঙালিরা বাংলা থেকে দূরে থাকায় স্বাদ নিতে পারেননা মাতৃ আরাধনার। তবে রাজ্য সরকার বলছে, এইসব এখন অতীত। এইবছর সব্বাই দেখবে মায়ের পুজো।

আরও পড়ুন: পুজোর আগে মাথায় হাত, ময়দানে পুড়ে ছাই ব্যাগের দোকান

নবান্ন সূত্রে খবর, সম্প্রতি রাজ্য সরকার দুর্গাপুজোর লাইভ স্ট্রিমিং নিয়ে একটি বিশেষ বৈঠকে বসেছিল। তাতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কলকাতার সেরা ৪০ টি পুজোমণ্ডপ থেকে করা হবে লাইভ স্ট্রিমিং। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে বেজায় খুশি হবেন রাজ্যবাসী। জানা গিয়েছে, কোনও এক ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে দিয়ে দেওয়া হবে লাইভ স্ট্রিমিংয়ের দায়িত্ব। সুতরাং, কলকাতায় বা কলকাতার বাইরে- ঘরে বসেই এইবছর দেখা যাবে মায়ের বোধন থেকে নিরঞ্জন।

আরও পড়ুন: ইউটিউবে অশালীন ভিডিও আপলোডের অভিযোগ: খড়দহে গরম রডের ছ্যাঁকা দুই তরুণীকে

নবান্নের এক পদস্থকর্তা জানিয়েছেন, ৪০ টি সেরা পুজোর যে লাইভ স্ট্রিমিং হবে, তা কোথায় দেখতে পাওয়া যাবে- সে ব্যাপারে কয়েকদিনের মধ্যেই জানিয়ে দেবে রাজ্য সরকার। তবে কোন কোন পুজো কমিটি এই সেরা ৪০এ থাকবে, সে ব্যাপারে এখনও খানিক সাসপেন্স রেখে দিয়েছে রাজ্য সরকার। তবে সূত্রের খবর সব ধোঁয়াশা কাটবে আগামী কয়েকদিনের মধ্যেই।