নিউজ ডেস্ক: পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল কর্মীকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করল একদল দুষ্কৃতী। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ওই তৃণমূল কর্মীর। বৃহস্পতিবার সকালে এই ঘটনাটি ঘটেছে কেতুগ্রামে। গুলি চালানোর ঘটনায় এলাকায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি। তবে কে বা কারা ওই শ্যুট আউটের সঙ্গে জড়িত সেই নিয়ে শুরু হয়েছে তদন্ত।
পুলিশ সূত্রে খবর, মৃতের নাম দুলাল শেখ। তাঁর বয়স ৪৫ বছর। কেতুগ্রাম পীড়তলার বাসিন্দা তিনি। পেশায় একজন ঠিকাদার বালি ব্যবসায়ী। এলাকায় সক্রিয় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত। এদিন সকালে তিনি বাজারে চা খাচ্ছিলেন। সেই সময় আচমকাই তাঁর মাথা লক্ষ্য করে গুলি করে দুষ্কৃতীরা। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে। দিনের বেলায় জনবহুল এলাকায় শুটআউটের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
আরও পড়ুন: Swami Vivekanand: স্বামী বিবেকানন্দের ১৬০ তম জন্মদিন
কেতুগ্রাম থানার পুলিশ ঘটনাস্থল থেকে মৃত দুলাল শেখের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এই ঘটনায় কে বা কারা জড়িত সেই নিয়ে তদন্ত শুরু হয়েছে। দুলাল শেখের সঙ্গে ব্যক্তগত কারো শত্রুতা ছিল নাকি ব্যবসায়িক কোনও শত্রুতার জেরে খুন হলেন দুলাল তাও খতিয়ে দেখছে পুলিশ।
Leave a Reply