ইউ এন লাইভ নিউজ: ঈদের দিনে লোকাল ট্রেনে প্রচার সারলেন লকেট।রীতিমতো টিকিট কেটে বর্ধমান- হাওড়া ট্রেনে উঠে যান তিনি। কিন্তু ট্রেন তাড়াতাড়ি ছেড়ে দেওয়ার অনেক কর্মী উঠতে না পারায় পরবর্তী স্টেশন হুগলিতে নেমে যান। এরপর বাকি অনুগামীরা চলে এলে পুনরায় ট্রেনে উঠে মানকুন্ডু স্টেশন পর্যন্ত গিয়ে তিনি তাঁর প্রচার পর্ব সারেন।
লকেটকে দেখে ট্রেনযাত্রী বিশেষ করে মহিলাদের মধ্যে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়। লিফলেটের মাধ্যমে তিনি বিগত ৫ বছরে কি কি করেছেন তা তুলে ধরেন যাত্রীদের কাছে। আগামী দিনে রেলের আরও উন্নত হবে। ব্যান্ডেল স্টেশন আধুনিকীকরণ করা হচ্ছে। কাটোয়া লাইনে ট্রেন বাড়বে। যাত্রীদের প্রশ্নের উত্তরে জানান বিদায়ী সাংসদ।
আগামী দিনে মেট্রো রেল আরও সম্প্রসারিত হবে বলে আশ্বাস ও দেন লকেট। তাঁর আশ্বাস, ‘হাওড়া পর্যন্ত মেট্রো চালু হয়েছে। আগামী দিনে হুগলিতেও চলবে। হাওড়ায় ঢুকে গেছে সেখান থেকে হুগলি এমন কিছু দূরে নয়। প্রধানমন্ত্রী সংকল্প নিয়েছেন উনি বলেছেন সংকল্প থেকে সিদ্ধি। তাই সংকল্প করতে হবে হাওড়া পর্যন্ত আসতে পারলে কেন হুগলি নয়।’ লকেট চট্টোপাধ্যায়ের আশা, ‘দক্ষিণ কলকাতা, উত্তর কলকাতা, এয়ারপোর্ট-হুগলির সঙ্গে যোগাযোগ হবে সরাসরি। আমি চাইব হুগলির মানুষ যেন সেই সুবিধা পায়।’
Leave a Reply