নিউজ ডেস্ক: রাষ্ট্রপতিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের জেরে তোলপাড় রাজ্য রাজনীতি। শনিবারের পর রবিবারও তার রেশ চলছে। এদিন দিল্লির নর্থ অ্যাভিনিউ থানায় অভিযোগ দায়ের করেন বিজেপি নেত্রী লকেট চট্টোপধ্যায়। তারপরেই লকেটের প্রশ্ন, এখনও কেন চুপ রয়েছেন মুখ্যমন্ত্রী? কেন বরখাস্ত করা হল না অখিল গিরিকে? বিজেপি সাংসদ বলেন, তৃণমূল আদিবাসীদের সম্মান করে না। রাষ্ট্রপতিকেও ছাড় দেন না তৃণমূল নেতারা। এর থেকেই বোঝা যায়, বাংলায় মেয়েদের কী অবস্থা! মন্তব্য বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের।
শুক্রবার নন্দীগ্রামের এক সভা থেকে দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেন রাজ্যের আইনমন্ত্রী অখিল গিরি। তারপরেই শনিবার থেকে উত্তাল হয়ে ওঠে রাজ্য রাজনীতি। রাজ্যের বিভিন্ন জায়গায় দফায় দফায় বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। কারা প্রতিমন্ত্রীর গ্রেফতারি চেয়ে কাঁকসার পানাগড় বাজারে বিজেপির বিক্ষোভ দেখায়।
আরও পড়ুন: এসএসসি কাণ্ডে সিবিআইয়ের সিজার লিস্টে দিলীপের নাম, গ্রেফতারের দাবি কুণালের
বর্ধমান সদরের বিজেপি জেলা সভাপতি রমন শর্মার নেতৃত্বে জিটি রোড ধরে মিছিল করে এসে পানাগড় বাজারের চৌমাথা মোড়ে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের হঠিয়ে দেয়। হবিবপুরের বিজেপি বিধায়ক জুয়েল মুর্মু বিজেপি কর্মীদের নিয়ে থানায় অভিযোগ করেন। এই ঘটনায় অখিল গিরির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বিজেপি।
তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, অখিল গিরির মন্তব্যকে দল সমর্থন করে না।
Leave a Reply