Locket Chatterjee: অভিযোগের কাঠগড়ায় এবার লকেট চট্টোপাধ্যায়, নীরব বিজেপি কর্মী

ইউ এন লাইভ নিউজ: লোকসভা নির্বাচনের আগে ফের অভিযোগের কাঠগড়ায় বিজেপি। হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি কর্মী লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানো হয়েছে। দুষ্কৃতীদের তোল্লাই দেওয়ার কথা উল্লেখ করে চিঠি জমা পড়লো কমিশনে। প্রসঙ্গত উল্লেখ্য, বিজেপি কর্মীদের মারধরের অভিযোগে পদক্ষেপ না নেওয়ায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে গত ২৯ মার্চ ব্যান্ডেল পুলিশ ফাঁড়িতে বিক্ষোভ দেখায় বিজেপি। হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে সেই বিক্ষোভে ব্যান্ডেলের দুষ্কৃতী সঞ্জয় পাশোয়ান ওরফে লালা মা যশোয়া ছিলেন। আর সেই বিষয়টিকেই ইস্যু করেছেন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। অসিত মজুমদার মুখ্য নির্বাচনী আধিকারিক রাজীব কুমারকে মেলের মাধ্যমে অভিযোগ জানিয়েছেন লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে।

অসিতের বক্তব্য অনুযায়ী, “দীর্ঘদিন ধরে যে দুষ্কৃতীরা ব্যান্ডেল শাসন করেছিল। একটা সময় এই দুষ্কৃতীদের অত্যাচারে ব্যবসায়ীরা ব্যবসা বন্ধ করেছিল। সেই দুষ্কৃতীদের প্রশ্রয় দেওয়ার জন্য লকেট চট্টোপাধ্যায় ব্যান্ডেল ফাঁড়িতে স্মারকলিপি দেয়। ব্যান্ডেলের সব থেকে বড় দুষ্কৃতী লালার মাকে নিয়ে। গুন্ডা মস্তানদের আমদানি করছে। যেদিন ফাঁড়িতে বিক্ষোভ হয়েছে তার দু দিনের মধ্যে একজন ব্যবসায়ী আক্রান্ত হয়েছেন, অপহরণের চেষ্টা হয়েছেন। লকেটের গুন্ডা মস্তানদের আশ্রয় দেওয়ার প্রবণতা তাদের প্রশ্রয় দিয়েছে।আমরা এই কারণে নির্বাচন কমিশনে অভিযোগ করেছি এই ধরনের প্রার্থীকে যাতে প্রতীক না দেওয়া হয়।”

লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের হওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি কর্মী থেকে। তবে অন্যদিকে হুগলি লোকসভার বিজেপি কনভেনর সুবীর নাগ বলেন, “এটা পুরোটাই মিথ্যা কথা। দুষ্কৃতীর মাকে সঙ্গে নিয়ে গিয়েছেন কিংবা তাঁকে ছাড়াতে গিয়েছেন তা নয়। পরিবারের এক জন কেউ অন্যায় করেছেন বলে গোটা পরিবার ভুগবে তা তো ঠিক নয়। শিবা কাহারের জন্য গিয়েছিলেন। তিনি আমাদের সম্পাদক। শিবার বোনকে পুলিশের সামনেই তৃণমূলের দুষ্কৃতীরা মেরেছে। নিজেদের দোষ ঢাকার জন্যই অন্যের ঘাড়ে দোষ চাপাচ্ছে।”

About Rhitwika Chowdhury

Check Also

ranji trophy

Ranji Trophy: রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র! ইশান পোড়েলের দুরন্ত বোলিং নিল ৬ উইকেট

ইউ এন লাইভ নিউজ: প্রত‍্যাশিত ভাবেই রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র হয়ে গেল। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *