ইউ এন লাইভ নিউজ ডেস্ক: প্রতীক্ষার অবসান। দেশের ১৮তম লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা নির্বাচন কমিশনের। শনিবার দিল্লিতে সাংবাদিক বৈঠক করে লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা কমিশনের ফুল বেঞ্চের। মোট ৭ দফায় লোকসভার ভোট গ্রহণ হবে। প্রথম দফার ভোট গ্রহণ হবে ১৯ এপ্রিল। শেষ দফার ভোট গ্রহণ হবে ১ জুন। লোকসভা নির্বাচনের গণনা হবে ৪ জুন।
এক দফায় ভোট হচ্ছে – অরুণাচল প্রদেশ, আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ, অন্ধ্র প্রদেশ, চণ্ডীগঢ়, দিল্লি, গোয়া, গুজরাট, হিমাচল প্রদেশ, হরিয়াণা, লাক্ষাদ্বীপ, লাদাখ, মিজোরাম, মেঘালয়, নাগাল্যান্ড, সিকিম, তামিলনাড়ু, পঞ্জাব, তেলঙ্গানা, উত্তরাখণ্ড, দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ, পুদুচেরি, কেরল
দুই দফায় ভোট হচ্ছে – কর্নাটক, রাজস্থান, ত্রিপুরা, মণিপুর
তিন দফায় ভোট হচ্ছে – ছত্তীসগঢ়, অসম
চার দফায় ভোট হচ্ছে – ওড়িশা, মধ্য় প্রদেশ, ঝাড়খণ্ড
পাঁচ দফায় ভোট হচ্ছে – মহারাষ্ট্র, জম্মু ও কাশ্মীর
সাত দফায় ভোট হচ্ছে – উত্তর প্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গ
এবারের পুরুষ ভোটারের সংখ্যা ৪৯.৭ কোটি। মহিলা ভোটারের সংখ্যা ৪৭.১ কোটি। ৮৫ ঊর্ধ্ব ভোটারের সংখ্যা ৮২ লাখ। বিশেষভাবে সক্ষম এবং প্রবীণদের বাড়ি গিয়ে ভোট নেওয়া হবে।
নতুন ভোটারের সংখ্যা ১ কোটি ৮০ লাখ। এমন অনেকের ভোটার তালিকায় নাম আবেদন গ্রহণ করা হয়েছে যারা আগামী ১ এপ্রিল ১৮ বছর পূর্ণ করবে।
দেশে এমন ১২টি রাজ্য রয়েছে যেখানে মহিলা ভোটারের সংখ্যা পুরুষের থেকে বেশি।
৯৭ কোটি ভোটার এই নির্বাচনে ভোটদান করবেন। ১০.৫ লাখ পোলিং স্টেশন। ১.৫০ লাখ নির্বাচন কর্মী।
Leave a Reply