Lok Sabha Election 2024 Date: কবে থেকে শুরু লোকসভা নির্বাচন? নির্ঘণ্ট ঘোষণার তারিখ জানাল নির্বাচন কমিশন

ইউ এন লাইভ নিউজ ডেস্ক: আগামীকালই ঘোষিত হবে লোকসভা নির্বাচনের সূচি। শুক্রবার এই কথা জানিয়ে দিল নির্বাচন কমিশন। বেশ কয়েকটি রাজ্যের বিধানসভা নির্বাচনের সূচিও ঘোষিত হবে শনিবারই। বিকেল তিনটের সময় সূচি ঘোষণা হবে।

চলতি বছরের মে মাসে বর্তমান সরকারের মেয়াদ শেষ হবে। স্বাভাবিকভাবেই মে মাসের মধ্যেই ভোট প্রক্রিয়া সম্পূর্ণ করে নিতে হবে। সেই মোতাবেক বিভিন্ন রাজনৈতিক দলগুলির মধ্যে নির্বাচন প্রস্তুতি অনেক আগেই শুরু হয়ে গিয়েছিল। ভোটের দিন কবে ঘোষণা হবে, ঠিক কবে থেকে ভোট শুরু হবে, সেদিকে তাকিয়ে ছিল সকলে। অবশেষে ১৬ মার্চ ভোটের তারিখ ঘোষণা করা হবে জানাল নির্বাচন কমিশন।

নিয়ম অনুযায়ী, সূচি ঘোষণার ২১ থেকে ৩৫ দিনের মধ্যে ভোট প্রক্রিয়া শুরু করে দিতে হয়। শনিবার ভোট ঘোষণা হলে এপ্রিল ও মে মাসের মধ্যেই গোটা নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে বলেই অনুমান। সূত্রের খবর, নয় দফায় নির্বাচন হতে পারে। পশ্চিমবঙ্গেও সাত থেকে নয় দফায় ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রসঙ্গত, ২০১৯ সালে ১০ মার্চ লোকসভা ভোটের দিন ঘোষণা করা হয়। ভোট শুরু হয়েছিল ১১ এপ্রিল। মোট ৭ দফায় ভোট হয়েছিল। আর ভোটের ফল প্রকাশিত হয়েছিল ২৩ মে। এবারেও এপ্রিলের মাঝামাঝি সময় থেকেই ভোট শুরু হতে পারে বলে সূত্রের খবর।