ইউ এন লাইভ নিউজ ডেস্ক: বদলে দেওয়া হল পদ। লোকসভা ভোটের মুখে ফের এক পুলিশকর্তাকে দায়িত্ব থেকে সরাল নির্বাচন কমিশন। এবার সরানো হল ডিসিপি সাউথ-ওয়েস্ট সৌম্য রায়কে। তিনি আবার সোনারপুর দক্ষিণের বিধায়ক তথা তৃণমূলের অন্যতম তারকা মুখ লাভলী মৈত্রর স্বামী। এর আগে একুশের বিধানসভা নির্বাচনের সময়েও আইপিএস সৌম্য রায়কে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছিল কমিশন। গত বিধানসভা ভোটে লাভলী প্রার্থী হওয়ায় তাঁকে সরানো হয়েছিল। এবারও লোকসভা ভোটের মুখে ফের তৃণমূলের তারকা বিধায়ক লাভলীর স্বামী সৌম্য রায়কে সরানোর সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন।
সৌম্য রায় কলকাতা পুলিশের দক্ষিণ পশ্চিম ডিভিশনের ডিসিপি পদে কর্তব্যরত ছিলেন। সেই পদ থেকে তাঁকে বদলি করা হয়েছে। কমিশন জানিয়েছে, নির্বাচনের কাজের সঙ্গে যুক্ত নয় এমন পদে তাঁকে নিয়োগ করতে হবে। আর দক্ষিণ পশ্চিম ডিভিশনের ডিসিপি কাকে নিয়োগ করা হবে, তা ঠিক করতে কয়েকজন অফিসারের নাম পাঠাতে বলা হয়েছে রাজ্যকে। ৩ এপ্রিল দুপুর তিনটের মধ্যে নাম পাঠাতে হবে। প্রসঙ্গত, এই প্রথমবার নয়, একুশের বিধানসভা ভোটের সময়ও সৌম্য রায়কে বদলি করেছিল কমিশন।
মঙ্গলবারই নির্বাচন কমিশনের অফিস থেকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে চিঠি পাঠানো হয়েছে। সেখানে জানিয়ে দেওয়া হয়েছে ডিসিপি সাউথ-ওয়েস্ট আইপিএস সৌম্য রায়কে অবিলম্বে নির্বাচন-সংক্রান্ত বিষয়ের সঙ্গে যোগ নেই, এমন কোনও পদে বদলি করার জন্য বলা হয়েছে।
লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই গোটা দেশে কার্যকর হয়ে গিয়েছে আদর্শ আচরণবিধি। এই মডেল কোড অব কন্ডাক্ট কার্যকর থাকাকালীন নির্বাচন কমিশনের হাতে বিশেষ কিছু ক্ষমতা ন্যস্ত থাকে। যার বলে প্রয়োজন অনুযায়ী অফিসার, আমলা, পুলিশকর্তাদের বদলি করতে পারে নির্বাচন কমিশন।
Leave a Reply