ইউ এন লাইভ নিউজ: বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে গভীর নিম্নচাপ। আর নিম্নচাপের জেরে রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ ইতিমধ্যে ওড়িশা উপকূলভাগ অতিক্রম করে পুরীর কাছাকাছি অবস্থান করছে। নিম্নচাপের কারণে উত্তাল পরিস্থিতি তৈরী হয়েছে সমুদ্রে। মৎস্যজীবীদের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। মঙ্গলবার বিকেল পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করে দেওয়া হয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমের জেলা-সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পশ্চিমের জেলায় বৃষ্টির পরিমাণ তুলনামূলক বেশি থাকবে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা জেলায় মঙ্গলবার বেশি বৃষ্টি হবে। এছাড়া ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে পশ্চিম মেদিনীপুরে। বুধবার দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টিপাত হবে। বৃহস্পতিবার নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব পশ্চিম বর্ধমান এই সমস্ত জেলাগুলিতে বেশি বৃষ্টি হবে। আগামী ১৩ তারিখে মুর্শিদাবাদ, বীরভূম এই সমস্ত জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।
অন্যদিকে কলকাতা লাগোয়া দুই চব্বিশ পরগনার বৃষ্টির প্রভাব পড়বে শহরের বেশিরভাগ অংশে। কলকাতার এই বৃষ্টি ১৩ তারিখ পর্যন্ত চলতে পারে। আকাশ প্রধানত সম্পূর্ণ মেঘলা থাকবে। সোমবার রাতের তাপমাত্রা ছিল ২৭.৩ ডিগ্রি। এছাড়া উত্তরবঙ্গে, বুধবার কালিম্পং, আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের বাকি জেলা গুলিতে স্বাভাবিক তাপমাত্রা বজায় থাকবে। অন্যান্য জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস।
Leave a Reply