যোগীকে ভয় পান না ৭৯ বছরের রূপরেখা, কেন জানেন

নিউজ ডেস্ক : যোগীরাজ্য, নাম শুনলেই অনেকে আঁতকে ওঠে। বুলডোজার দিয়ে অপরাধীদের শায়েস্তা করার রাস্তা দেখিয়েছিলেন যোগীই। এই কারণেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর ভয়ে পুলিশ প্রশাসন, সমাজকর্মী থেকে শুরু করে সাংবাদিক সকলেই প্রায় জল মেপে পা ফেলে। একটু এদিক-ওদিক হলেই ঘাড়ে চাপতে পারে ভারতীয় দণ্ডবিধির ধারা। বিনা দোষেও থাকতে হতে পারে গরাদের পেছনে। ঠিক যেমনটা হয়েছে হাথরাস কাণ্ডে। এমনকি জামিন পেয়েও কঠোর শর্তের চাপে এখনও জেলবন্দি কেরালার সাংবাদিক। সেই ভয়েই সরকারের বিরুদ্ধে মুখ খুলতে চাননা কেউই। কিন্তু ব্যতিক্রমও যে আছে, তা ফের প্রমাণ হয়েছে। গোটা রাজ্য ভয় পেলেও, ৭৯ বছর বয়সে দাঁড়িয়েও তিনি যে যোগী আদিত্যনাথকে ভয় পাননা, তা প্রকাশ্যে জানিয়েছেন রূপরেখা বর্মা।

সম্প্রতি সুপ্রিম কোর্টে শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন কেরালার সাংবাদিক সিদ্দিকী কাপ্পান। কিন্তু শর্ত অনুযায়ী জেল থেকে ছাড়া পেতে, উত্তরপ্রদেশের দুই বাসিন্দাকে জামিনদার হতে হবে কাপ্পানের জন্য। পাশাপাশি এক লক্ষ টাকা নগদ বা সমমূল্যের সম্পদের নথি আদালতে জমা দিতে হবে। নির্দেশের ১০ দিন পার হয়ে যাওয়ার পরেও বদলায়নি চিত্র। এই পরিস্থিতিতে যোগী সরকারের চোখ রাঙানি উপেক্ষা করে, ত্রাতা হয়ে এগিয়ে এসেছেন লখনউ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য রূপরেখা বর্মা। স্থানীয় আদালতে নিজেকে কাপ্পানের জামিনদার ঘোষণা করেছেন তিনি। এমনকি নিজের প্রায় চার লক্ষ টাকার গাড়িও বন্ধক রেখেছেন। কিন্তু তাও জেল থেকে এখনই মুক্তি পাবেন না কাপ্পান। দ্বিতীয় জামিনদার না মেলা পর্যন্ত কাটবে না জট।

২০২০ সালের অক্টোবরে হাথরাসের ভয়ঙ্কর গণধর্ষণের ঘটনায় স্তব্ধ হয়ে গোটা দেশ।এই ঘটনাকে কেন্দ্র করেই উত্তপ্ত হয়ে ওঠে উত্তরপ্রদেশসহ গোটা দেশের রাজনীতি। পরিস্থিতির অবনতির নেপথ্যে কেরালার সাংবাদিক সিদ্দিকী কাপ্পানের জড়িত থাকার অভিযোগ তোলে ইউপি সরকার। তাঁর বিরুদ্ধে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনের (ইউএপিএ) অধীনে করা হয় মামলা। এরপরই হাথরাস গণধর্ষণ কাণ্ডের খবর করতে যাওয়ার পথেই পুলিশের পক্ষ থেকে আটক করা হয় সিদ্দিকী কাপ্পানকে। তারপর থেকেই শুরু হয় তাঁর আইনি লড়াই। জামিনের আবেদন করেন কাপ্পান। গত সপ্তাহে প্রধান বিচারপতি উদয় উমেশ ললিতের নেতৃত্বাধীন বেঞ্চ এই মামলার শুনানি করেন।এরপরই সুপ্রিম কোর্ট শর্তসাপেক্ষে কাপ্পানের জামিনের আবেদনে সম্মতি জানায়।

আরও পড়ুন: সভাপতির সঙ্গে মুখ্যমন্ত্রী, অশোকের স্বপ্নে বাধা হবেন কি রাহুল