Cristiano Ronaldo: বিশ্বকাপের মাঝেই ‘বিশাল’চুক্তির প্রস্তাব সৌদি ক্লাবের !

দীপঙ্কর গুহ: আজ নামছে পর্তুগাল। কিন্তু এই দলের চেয়ে সকলের নজর বেশি ‘সি আর সেভেন’ এর দিকে। তিনি – ক্রিস্টিয়ানো রোনাল্ডো কী করেন। দলের অধিনায়কটির এখন কোনও ক্লাব নেই। ফ্রি ফুটবলার তিনি। তীব্র তিক্ততার পর ইপিএল ক্লাব ম্যানচেষ্টার ইউনাইটেডে সঙ্গে সব সম্পর্ক চুকে গেছে। ম্যান ইউ ছেড়ে দিয়েছে রোনাল্ডোকে। এমন অবস্থায় নিজের সম্মান আর ভিতরের জ্বালামুখী রোষ নিয়ে মাঠে নামতে চলেছেন বিশ্ব ফুটবলের অন্যতম গোল মেশিন রোনাল্ডো। পর্তুগালের প্রতিপক্ষ ঘানা।

এরই মধ্যে তাঁর কাছে বিশাল অর্থের প্রস্তাব চলে এল সৌদি আরবের প্রো লিগে খেলা এক দলের থেকে। ম্যান ইউয়ে থাকার সময়, এবারের গ্রীষ্মে এই ক্লাব তাঁকে ২১০ মিলিয়ন পাউন্ড প্রস্তাব দিয়েছিল। ‘সি আর সেভেন’ তখন তা গ্রহণ করেননি। এবার কী করেন – তাই দেখার। ২১০ মিলিয়ন পাউন্ড মনে ভারতীয় মুদ্রায় এখন ২০৭৫ কোটি টাকার কাছাকাছি। মঙ্গলবার রোনাল্ডোর চুক্তি বাতিল হয়েছে। ৪৮ ঘণ্টা কাটতে না কাটতেই বিশাল অর্থের চুক্তি প্রস্তাব চলে এসেছে। ক্রিস্টিয়ানো রোনাল্ডো এসবে মাথা ঘামাতে চাননা। বিশ্বকাপে আজ নামছেন দেশের নেতা হয়ে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন এটাই।

তিনি এখন ৩৭ বছর বয়সী। সৌদি ক্লাব অল হিলাল প্রস্তাবটি দিয়েছে (২১১ মিলিয়ন পাউন্ড) দুই বছরের জন্য। এখন আর ইওরোপের ফুটবল নিয়ে ভাবছেন না। ওল্ড ট্রাফোর্ডের টান কমতেই, আবার সৌদি ক্লাবটি নেমে পড়েছে রোনাল্ডোকে পেতে।

কেন এই মধ্যপ্রাচ্যের ক্লাবটি রোনাল্ডোকে দলে নিতে মরিয়া? আসল কারণ হল ২০৩০ সালের বিশ্বকাপ আয়োজনের দাবিদার সৌদি আরব। একা নয়, সঙ্গে থাকছে গ্রীস আর ইজিপ্ট। তিন দেশকে নিয়ে বিশ্বকাপ আয়োজন সত্যি যদি হয়, সেটিও হবে প্রথমবার। ফিফা বিশ্বকাপ একসঙ্গে তিন দেশে হয়নি। রোনাল্ডোকে এই তিন দেশের ‘ফেস’ বা ব্র্যান্ড অ্যাম্বাসাডর করে এগুতে চায় সৌদি। আর এবার বিশ্বকাপে প্রথম ম্যাচে সৌদি আরব মেসি সমেত আর্জেন্টিনাকে হারিয়ে দিয়ে আলোড়ন তুলে ফেলেছে। এখন কাতারে এই শীতে রোনাল্ডো একটাই লক্ষ্য নিয়ে ছুটে যেতে চাইছেন। সেটাই এখন দেখার পালা।

About Dipankar Guha

Check Also

Diamond harbor FC

Diamond harbor FC: আপাতত বাতিল করে দেওয়া হল ডায়মন্ড হারবার এফসির দুটি ম্যাচ, পরবর্তী তারিখ এখনও নির্ধারিত হয়নি

ইউ এন লাইভ নিউজ: আগামী ২৫ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত আই লিগ ৩ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *