ashwin

India vs Bangladesh: ম্যাজিক স্পেল উপহার দিলেন ভারতীয় বোলার, অশ্বিন মানেই অসাধারণ আরও একবার প্রমাণিত

ইউ এন লাইভ নিউজ: ভারত আর পাকিস্তান এক নয়। প্রথম টেস্টেই সেটা বুঝিয়ে দিল রোহিত বাহিনী। সাড়ে তিনদিন লাগলো বাংলাদেশকে হারাতে। প্রথম টেস্টে ২৮০ রানের হারের বিপর্যয় নিয়েই দ্বিতীয় টেস্টে ভারতের বিরুদ্ধে নামতে হবে বাংলাদেশকে। দ্বিতীয় ইনিংসে তাদের সামনে জয়ের জন্য লক্ষ্য ছিল ৫১৫ রান কিন্তু সাকুল্যে ২৩৪ রান তুলতে পেরেছিলেন তারা। ফলে প্রথম টেস্টে তাদের হারতে হলো ২৮০ রানে। একমাত্র অধিনায়ক শান্ত (৮২ রান) ছাড়া কেউই ব্যাটে তেমন প্রতিরোধ করতে পারেননি। ভারত প্রথম ইনিংস শুরু করেছিল বিপর্যয়ের মধ্যে দিয়ে। ১৪৪ রানে ছয় ব্যাটসম্যানকে হারিয়ে দল যখন বিপদে তখন এক বিস্ময়কর ইনিংস খেলে ভারতকে ম্যাচে ফেরান অশ্বিন আর জাদেজা। তারপর আর পেছন ফিরে তাকাতে হয়নি।

বাংলাদেশের প্রথম ইনিংস তাসের ঘরের মতো ভেঙে দেয় ভারতীয় বোলাররা। নেতৃত্বে বুমরা। যিনি একাই নিয়েছিলেন চার ইউকেট। বাংলাদেশ গুটিয়ে গেল ১৪৯ রানে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভারত চার ইউকেটে ২৮৭ রান করে ডিক্লেয়ার করে দেয়। বাংলাদেশের সামনে জয়ের জন্য লক্ষ্য দেওয়া হয় ৫১৫ রান। হাতে ছিল আড়াই দিন। কিন্তু ম্যাচ দেড় দিন বাকি থাকতেই বাংলাদেশকে ২৩৪ রানে গুটিয়ে দিল ভারত। ম্যাজিক স্পেল উপহার দিলেন অশ্বিন। একাই ছয় ইউকেট তুলে নিলেন মাত্র ৮০ রান দিয়ে। এই ম্যাচের সেরা খেলোয়াড় অশ্বিন, যে পারফর্ম করলেন সেটা দীর্ঘদিন মনে রাখবে ভারতীয় ক্রিকেট প্রেমীরা। আপাদমস্তক ভদ্রলোক, পরীক্ষিত অলরাউন্ডার বার বার ফিরে এসেছেন আর বারবার প্রমাণ করেছেন অশ্বিন মানে অসাধারন।

About Anannya Chakraborty

Check Also

Horoscope

Thursday’s Horoscope: বৃহস্পতিবার আপনার ভাগ্যে লক্ষ্মী থাকবে কী না, তা মিলিয়ে দেখে নিন আজকের রাশিফলে

ইউ এন লাইভ নিউজ: বৃহস্পতি মানে লক্ষ্মীর বার, তবে আপনার ভাগ্যে কী লক্ষ্মীশ্রী বজায় থাকবে? …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *