ইউ এন লাইভ নিউজ: লোকসভা ভোটের মরশুমে সবাই ভোট প্রচারে ব্যস্ত। লোকসভা ভোটের প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকেই জোর কদমে প্রচার চালাচ্ছেন কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র। লোকসভার প্রচারের কারণে মহুয়াকে দিল্লিতে ইডি তলব করলেও তিনি যাননি। ফের কৃষ্ণনগরবাসীর মন জয় করে তা ভোটব্যাঙ্ক ভরাতে মাটি কামড়ে পড়ে রয়েছেন তিনি। যেখানেই প্রচারে যাচ্ছেন, জনসমর্থনও পাচ্ছেন ভালোই। কিন্তু শুক্রবার প্রচারে বেরিয়ে ‘গো ব্যাক’ স্লোগানের মুখে পড়লেন মহুয়া মৈত্র। আর দলীয় কর্মীদের এই বিরোধিতা দেখে নিজেই মেজাজ হারালেন। কিন্তু পুলিশের হস্তক্ষেপের কারণে পরিস্থিতি হাতে আনা যায়।
শুক্রবার অর্থাৎ ৫ এপ্রিল কৃষ্ণনগরে চাপড়া বিধানসভা এলাকায় মহুয়া মৈত্র ভোট প্রচারে যান। প্রথমে প্রচার ঠিকঠাকই চলছিল কিন্তু চাপড়া ১ নম্বর ব্লক এলাকায় হঠাৎই তৃণমূলেরই কর্মী, সমর্থক তাকে দেখে ‘গো ব্যাক’ স্লোগান দিতে থাকে বলে অভিযোগ। অনেক্ষন এই ঘটনা চলতে থাকায় প্রার্থী মহুয়া মৈত্র নিজের মেজাজ হারিয়ে ফেলেন। মোবাইলে এই বিক্ষোভের ভিডিও রেকর্ড করছিলেন কয়েকজন। তা দেখে গাড়ি থেকে মাইক্রোফোন হাতে মহুয়া সাফ বলেন, ”ভিডিওটা বন্ধ করুন।”
হুয়া রীতিমতো উত্তেজিত স্বরে বলতে থাকেন, ”ভিডিওটা বন্ধ করবেন নাকি আমি কিছু করব?” স্পষ্টভাবে না বললেও তাঁর বাচনভঙ্গি, শরীরী ভাষা একেবারে আক্রমণাত্মক, তা বুঝতে আর কারও বাকি রইল না। রীতিমতো হুমকি দেন তিনি। পরে অবশ্য মহুয়ার সঙ্গে থাকা কর্মী, সমর্থকরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিন্তু কে বা কারা তাঁকে ঘিরে এমন স্লোগান তুললেন, কেনই বা এই বিক্ষোভ? তা এখনও জানা নেই। কিন্তু নিজের সংসদীয় এলাকাতেই এমন বিক্ষোভের মুখে পড়ে মহুয়ার মেজাজ হারানো আলোচনার বিষয় হয়ে উঠল তো বটেই।
Leave a Reply