Mahua Moitra News: ‘তড়িঘড়ি বাংলো খালি করুন!’, প্রাক্তন সাংসদকে ফের নোটিস অসন্তুষ্ট কর্তৃপক্ষের

ইউ এন লাইভ নিউজ ডেস্ক: সাংসদ পদ হারানোর পর দিল্লির সরকারি বাংলো যে হাতছাড়া হতে চলেছে, এটা প্রায় স্পষ্ট ছিল। তবে তা সত্ত্বোও আদালতের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র। এরই মাঝে একাধিকবার নোটিশ পাঠানো হয়েছিল তাঁকে। এবার সরাসরি উচ্ছেদের নোটিশ পাঠানো হল মহুয়া মৈত্রকে।

মহুয়া মৈত্রর ব্যাখ্যায় অসন্তুষ্ট ডিরেক্টরেট অফ এস্টেট। ফলে ফের একবার বাংলো খালি করার নির্দেশ দিয়ে কার্যত আল্টিমেটাম দেওয়া হল তৃণমূলের এই বহিষ্কৃত সাংসদকে।

সাংসদ থাকাকালীন তাঁকে দিল্লির এই বাংলোটিতে বসবাসের অধিকার দেওয়া হয় তৃণমূল নেত্রীকে। বর্তমানে দিল্লিতে ৯বি, টেলিগ্রাফ লেনের বাংলোতে থাকেন মহুয়া মৈত্র। টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন করার অভিযোগেই গত বছরের ৮ ডিসেম্বর লোকসভা থেকে বরখাস্ত করা হয় মহুয়া মৈত্রকে। তাঁর সাংসদ পদ খারিজ করে দেওয়া হয়। এরপরই তাঁকে ৭ জানুয়ারির মধ্যে সরকারি বাংলো ছেড়ে দেওয়ার নোটিস দেওয়া হয়। কিন্তু ওই সময়ের মধ্যে সরকারি বাংলো না ছাড়ায় তাঁকে আবার নোটিস পাঠানো হয়। সাংসদ পদ খোয়ানোর পরও কেন তিনি সরকারি বাংলো ছাড়ছেন না, তার জবাব তিনদিনের মধ্যে দিতে বলা হয়। গত ১২ জানুয়ারিও লোকসভা কমিটির তরফে আবার নোটিস পাঠানো হয় মহুয়াকে।

এই বাংলোতে থাকার দরুন মহুয়া মৈত্র একাধিক সরকারি সুযোগ-সুবিধাও পেয়ে থাকেন। এর মধ্যে রয়েছে টেলিফোন কানেকশন, দেড় লাখ ফোনকল, ৫০ হাজার ইউনিট বিদ্যুৎ এবং ৪ হাজার কিলোলিটার জলের পরিষেবা। বাংলো ছাড়ার সঙ্গে সঙ্গে এই পরিষেবা গুলিও আর পাবেন নাকি।