নিউজ ডেস্ক : বিলকিস বানোর ধর্ষকদের ‘সংস্কারী ব্রাহ্মণ’ বলে উল্লেখকারী বিজেপি নেতা চন্দ্রসিংহ রাউলজি গুজরাট বিধানসভা নির্বাচনে প্রার্থী হতেই শুরু হয়েছে বিতর্ক। এবার সেই ঘটনাকে কেন্দ্র করে বিজেপির ‘গুজরাট মডেল’কে কটাক্ষ করেছেন তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র। ভরা সভায় তিনি জানিয়েছেন, গুজরাট মডেলকে ঘৃণা করুন এবং শেষ করে দিন।
গুজরাটের শাসকদলের পক্ষ থেকে গোধরার বিধায়ককে পুনরায় মনোনয়ন দেওয়ার কথা উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেছেন মহুয়া মৈত্র। তিনি জানিয়েছেন, গোধরা বিধায়ক, যিনি ধর্ষক ও খুনিদের সংস্কারী ব্রাহ্মণ বলে উল্লেখ করেছেন, বিজেপি তাকে আবার মনোনয়ন দিয়েছে। এটাই গুজরাট মডেল। এটি ঘৃণা করুন এবং শেষ করে দিন।
আরও পড়ুন : বিধানসভায় অখিলের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনতে চলেছে বিরোধীরা
বিলকিস বানো মামলায় কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১১ জনকে ১৫ বছর পর ১৫ অগস্ট রাজ্য সরকার ‘ভালো আচরণের’ কারণ দেখিয়ে কেন্দ্রের অনুমোদনে মুক্তি দেয়। এরপরই চন্দ্রসিংহ জানিয়েছিলেন, তাঁরা ব্রাহ্মণ এবং ব্রাহ্মণরা সংস্কারী বলে পরিচিত। হয়তো এর পেছনে কারোর ভুল উদ্দেশ্য ছিল, তাদের শাস্তি দিন।