সেনাবাহিনীতে বড়সড় পরিবর্তন, পরিবেশ রক্ষায় EV তে নজর

নিউজ ডেস্ক: দেশ জুড়ে প্রতিদিন বাড়ছে বৈদ্যুতিন গাড়ির চাহিদা। কেন্দ্রীয় সরকার জানিয়েছে ২০৩০ সালের মধ্যে দেশের সব পেট্রোল-ডিজেল চালিত গাড়িকেই পরিবর্তিত করা হবে ইলেকট্রিক ভেহিকেলে। কেন্দ্রীয় সরকারের এই পরিকল্পনায় আওতায় এবার ভারতীয় সেনাবাহিনীতেও আসছে ইলেকট্রিক যুগ।

সূত্রের খবর, প্রাথমিক ভাবে দেশের কয়েকটি বেসে ব্যাটারি চালিত গাড়ি চালু করা হচ্ছে। দেশের প্রতিটি জায়গায় এখনও ইলেকট্রিক গাড়ি চার্জিং স্টেশনের অভাব রয়েছে। সেই অভাব মিটিয়ে সর্বত্রই ইলেকট্রিক গাড়ি চালু করতে চাইছে সেনাবাহিনী। আপাতত সীমান্ত অঞ্চলে নয়, সেখানে ডিজেল-পেট্রোল চালিত গাড়িই চালানো হবে।

আরও পড়ুন: কালীপুজোর আগেই ধামাকা, ৮৪০ কেজি নিষিদ্ধ আতসবাজি পাচার আটকালো পুলিশ!

ইতিমধ্যেই, সেনাবাহিনীতে ২৫ শতাংশ গাড়ি, ৩৮ শতাংশ বাস এবং ৪৮ শতাংশ মোটরসাইকেল পরিবর্তন করা হবে ব্যাটারি চালিত গাড়িতে। ভারতীয় সেনা বাহিনী ইতিমধ্যেই দিল্লিতে বৈদ্যুতিন যান ব্যবহার শুরু করেছে। কলকাতা, লখনৌ, পুনের মত শহরগুলোতেও প্রাথমিক ভাবে এই ব্যবহার শুরু হবে বলে জানা গিয়েছে।

সারা দেশ জুড়ে জারি হয়েছে ইলেকট্রিক বিপ্লব। পেট্রোল-ডিজেল চালিত গাড়ি ব্যবহার বন্ধ করে ব্যাটারি চালিত গাড়ি ব্যবহারের মূল উদ্দেশ্য পরিবেশকে রক্ষা করা। বৈদ্যুতিন যান ব্যবহারে কমবে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা, কমবে বাতাসে কার্বন ফুটপ্রিন্ট, কমবে যানবাহন চালানোর খরচও। যদিও ভারতের অনেক জায়গায়, এখনও বিদ্যুৎ পরিষেবা নেই। তাই, সব অঞ্চলের মধ্যে এই পরিষেবা চালু হতে সময় লাগবে অনেকটাই। তবে, এই উদ্যোগ নিঃসন্দেহে রোধ করবে পরিবেশ দূষণ। ভারতের জলবায়ু পরিবর্তনের সমস্যার জন্য যা অত্যন্ত জরুরি এক পদক্ষেপ।

আরও পড়ুন: ইতিহাস গড়ার পথে ভারত! এলভিএম৩ রকেট চেপে মহাকাশ যাবে ৩৬টি ভারতীয় স্যাটেলাইট