ঘরে বসে নিজের রেশন কার্ড নিজেই বানান, এই অ্যাপের সাহায্যে !

নিউজ ডেস্ক : সম্প্রতি রাজ্যবাসীর সুবিধার্থে রাজ্য সরকার আনল ‘খাদ্যসাথী’ অ্যাপ। ঘরে বসেই সহজ পদ্ধতিতে পাবেন রেশন কার্ড। অক্টোবর মাসেই আনা হয়েছে এই অ্যাপ, এর নাম দেওয়া হয়েছে ‘খাদ্যসাথী – আমার রেশন’। ঘরে বসেই অ্যাপের সাহায্যে রেশন কার্ডের সম্পর্কিত যাবতীয় তথ্য পেয়ে যাবেন যে কোনও ব্যক্তি।

সূত্রের খবর, সব দফতরকেই ই-গভর্ন্যান্স এর উপর জোর দিতে নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। এই কারণেই অনেক দিন ধরেই রেশন পরিষেবার ক্ষেত্রে ই-গভর্ন্যান্স আনার জন্য খাদ্য দফতর উদ্যোগ নিয়েছিল। এই অ্যাপ অ্যান্ড্রয়েড মোবাইলের গুগ্‌ল প্লে স্টোর বা আইফোনের অ্যাপ স্টোরে সহজেই পাওয়া যাবে।

অ্যাপের উপকারিতা সম্পর্কিত বিবরণ :

খাদ্যা সাথী – আমার রেশন, পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ বিভাগের অফিসিয়াল মোবাইল অ্যাপ। এটি একটি ইন্টারেক্টিভ প্ল্যাটফর্ম যা পশ্চিমবঙ্গের নাগরিকদের জন্য ডিজাইন করা হয়েছে, যাতে ডিপার্টমেন্টের দেওয়া রেশন কার্ড এবং রেশনের দোকানগুলির সাথে সম্পর্কিত বিভিন্ন ই-গভর্নেন্স পরিষেবাগুলিতে অ্যাক্সেসের প্রস্তাব দেওয়া হয়।

অ্যাপে যে যে সুবিধা পাবেন :

রেশন কার্ডের ভ্রম সংশোধন করার ও নতুন রেশন কার্ডের জন্য আবেদন করার সুযোগ। এছাড়াও মৃত কোনও ব্যক্তির কার্ডও বাতিল করা যাবে এর মাধ্যমে। এই অ্যাপ রেশন বা খাদ্য সংক্রান্ত বিষয় শুধু সাহায্য করবে তা নয়, এখানে কৃষকরা নিজের পছন্দমতো ধান বিক্রয়ের জায়গা ও তারিখ বেছে নিতে পারবেন।

আরও পড়ুন: দিল্লির সেনা হাসপাতালে চোখের অপারেশন করলেন রাষ্ট্রপতি, কেমন আছেন তিনি ? জানুন

অ্যাপ্লাইয়ের পদ্ধতি:

অ্যাপে দেখতে পাবেন রেশন কার্ড এপ্লিকেশন সার্চ, রেসন শপ ইত্যাদি বিকল্প গুলি। এছাড়াও দেখতে পাবেন রাসেন বেনিফিশিয়ারি,ফার্মার,অফিসারের বিকল্প। এর পর আপনার রেশন কার্ডের সাথে লিংক করা নম্বর দিয়ে ওটিপি নিতে হবে আপনাকে। পরের ধাপে জেলা ও এলাকা বেচে নিতে হবে। এর পর আপনার দরকার মতন বিষয় বেঁচে নিতে পারবেন আপনি। আপনার দেওয়া তথ্য যাচাইয়ের পর পেয়ে যাবেন আধার কার্ড।

কৃষকদের জন্য সুবিধা :

এখানে কোনও কৃষক যদি সরকারি স্তরে ধান বিক্রি করতে চায়, তাকে খাদ্য দফতরে নির্দিষ্ট একটি পোর্টালে গিয়ে নিজের নাম নথিভুক্ত করাতে হয়। নাম নথিভুক্ত হওয়ার পর একটি রেজিস্ট্রেশন নম্বর দেওয়া হয় কৃষক কে। এরপর অ্যাপে আবেদন করলেই নিজের পছন্দমতো জায়গায় ধান বিক্রি ও তারিখ বলে দেওয়া হবে। এই বিষয়ে টিকে বড়ো পদক্ষেপ মনে করেছেন খাদ্য দফতর।

আরও পড়ুন: হেস্টিংসে বিজেপির বিশেষ বৈঠকে তৃণমূলের বিরুদ্ধে তোপ বঙ্গ-বিজেপির, কী বললেন দিলীপ-লকেট-সুকান্ত ? জানুন

About Unlive

Check Also

ranji trophy

Ranji Trophy: রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র! ইশান পোড়েলের দুরন্ত বোলিং নিল ৬ উইকেট

ইউ এন লাইভ নিউজ: প্রত‍্যাশিত ভাবেই রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র হয়ে গেল। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *