ইউ এন লাইভ নিউজ ডেস্ক: এই নিয়ে টানা ১৩ বার। যতবারই রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককে জেরার কারণে তলব করেছে ইডি, ততবারই কোনও না কোনও কারণ দেখিয়ে সেই হাজিরা নাকচ করেছেন মলয়। শেষবার যখন তাঁকে তলব করা হয়েছিল, তখন ভোটের ব্যস্ততার কারণ দেখিয়েছিলেন তিনি। দেননি হাজিরা। এইবারও ঘটল ঠিক এমনটাই।
বাংলায় পঞ্চায়েত ভোট মিটলে মলয় ঘটককে তলব করা হয়েছিল দিল্লির প্রবর্তন ভবনে। ২৫ জুলাই ছিল তাঁর হাজিরার দিন। তবে সেই হাজিরাও এড়ালেন মলয়। পুরো বিষয়টি তিনি ইডিকে জানিয়েছেন ইমেলের মাধ্যমে, এমনটাই দাবি করেছেন তিনি। এবারে তিনি ব্যক্তিগত কারণ দেখিয়েই হাজিরায় আসেননি- এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত।
এইভাবে কখনও শারীরিক কারণে, কখনও ভোটের ব্যস্ততা বা কখনও ব্যক্তিগত কারণ দেখিয়ে বারবার জেরা এড়িয়েছেন মলয়। কয়লা পাচার মামলায় ইডি এবং সিবিআই- তদন্ত চালাচ্ছে দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। দুই সংস্থার তরফেই তাঁর কাছে তলবের নোটিস গেলেও, হাজিরা দিচ্ছেন না মলয়। এরপর ইডির কী প্রতিক্রিয়া হয় এই বিষয়ে, সেটাই দেখার!
Leave a Reply