‘বাজেটের নামে দরিদ্ররা বঞ্চিত হয়েছেন’ বীরভূমের সভা থেকে কেন্দ্রকে নিশানা মমতার

নিউজ ডেস্ক: “বাজেটের নামে দরিদ্ররা বঞ্চিত হয়েছে। একাংশ লাভবান হয়েছে। ট্যাক্সের স্ল্যাব কমানোর নামে যা করা হয়েছে তাতে ইনফ্লেশন যা বেড়েছে টোটালটাই লোকশান হবে।” বুধবারেই কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। আর তরপরেই বীরভূমের সভা থেকে কেন্দ্রকে নিশানা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, ‘দরিদ্ররা বঞ্চিত হয়েছে, একাংশ লাভবান হয়েছে এই বাজেটে৷ বেকারত্ব নিয়ে, একশো দিনের কাজ নিয়ে কোনও কথা বলা হয়নি বাজেটে৷ কাদের জন্য এই বাজেট৷ এই বাজেট কখনই ফিউচারিস্টিক নয়, অপর্চুনিস্টিক বাজেট৷’’

এদিন মমতা বলেন কেন্দ্রীয় বাজেটে বেকারদের জন্য কোনও ঘোষণা নেই। সমস্ত বেসরকারীকরণ হচ্ছে। বাজেটে ১০০ দিনের কাজে টাকা বাড়েনি। রাজ্যের পাওনা টাকা আটকে রেখেছে কেন্দ্র। এরপরেই কেন্দ্রের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন, রাজ্যের টাকা কী করে আটকে রাখে কেন্দ্র?

একাধিক প্রকল্পের বিষয়েও কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘‘কেন্দ্রীয় সরকারের বাজেটে ১০০ দিনের বরাদ্দ কমেছে৷ কেন্দ্রীয় সরকার সেল্ফ হেল্প গ্রুপ নিয়েও একাধিক ঘোষণা করেছে৷ ওরা বলেছেন ৮১ লক্ষ সেল্ফ হেল্প গ্রুপ করবে৷ কিন্তু সেল্ফ হেল্প গ্রুপ তো কেন্দ্র করে না, রাজ্য করে৷ আমাদের সরকারের আগে রাজ্যে ১ লক্ষ সেল্ফ হেল্প গ্রুপ ছিল, এখন সেই সংখ্যাটি বেড়ে ১১ লক্ষ হয়েছে৷ ওরা এই হিসাব জুড়েই নির্দিষ্ট সংখ্যা ঘোষণা করেছে৷ ওরা সেল্ফ হেল্প গ্রুপকে ক্রেডিট দিতে চায় না, আইসিডিএসের জন্য কী করেছে ওরা?’’

About Somnath Adak

Check Also

ranji trophy

Ranji Trophy: রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র! ইশান পোড়েলের দুরন্ত বোলিং নিল ৬ উইকেট

ইউ এন লাইভ নিউজ: প্রত‍্যাশিত ভাবেই রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র হয়ে গেল। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *