ইউ এন লাইভ নিউজ: রাষ্ট্রীয় মর্যাদায় গান স্যালুটে শেষ বিদায় দেওয়া হবে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা জানাতে পাম অ্যাাভিনিউ-এর বাসভবনে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। আর সেখানেই গান স্যালুটের কথা জানালেন তিনি। শুধু তাই নয়, পিস হাভেনে না রেখে যাতে রবীন্দ্র সদন কিংবা নন্দনে দেহ রাখা যায় সেই প্রস্তাবও দিলেন বাম নেতৃত্বকে। মুখ্যমন্ত্রীর কথায়, বহু মানুষ তাঁকে শেষবারের মত দেখতে চান। সেজন্য রবীন দেবকে রবীন্দ্র সদন কিংবা নন্দনে দেহ রাখার কথা বলেন মমতা। তবে সবটাই বাম নেতৃত্বের উপর নির্ভর করছে বলে জানিয়েছেন মমতা বন্দোপাধ্যায়।
পাশাপাশি যাতে কোন রকম সমস্যা না হয় সেজন্য ফিরহাদ হাকিম এবং অরূপ বিশ্বাসকে সবসময় প্রয়াত বুদ্ধবাবুর পরিবারের পাশে থাকার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, বুদ্ধদেব ভট্টাচার্যের চলে যাওয়াটা রাজ্যে বড় ক্ষতি। উনি একজন জনপ্রতিনিধি ছিলেন এবং দীর্ঘদিনের মুখ্যমন্ত্রীও। এছাড়াও একাধিক দফতরও সামলেছেন তিনি। ফলে একবার দেহ যাতে বিধানসভায় নিয়ে যাওয়া হয় সেই অনুরোধও করেন মমতা বন্দোপাধ্যায়। তবে এই ঘটনায় শোকাহত মুখ্যমন্ত্রী জানান, ‘বর্তমানে অনেক কথা মনে পড়ছে। রাজনৈতিক মতাদর্শ আলাদা হলেও আমি বুদ্ধদেব ভট্টাচার্যকে শ্রদ্ধা করতাম।’ এদিন মমতা বন্দ্যোপাধ্যয় কথায় উঠে আসে সিঙ্গুরের ঘটনার সময়ের কিছু মুহূর্তও।
মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তৎকালীন বাংলার রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধী বুদ্ধদেব ভট্টাচার্য এবং আমাকে নিয়ে একটি বৈঠক করেছিলেন। সেই বৈঠকে আলোচনা এবং গানের লাইন নিয়েও আলোচনা হয়।’ এছাড়াও প্রথম জয়ের পর বাংলায় তৃণমূল সরকার গঠনে পর প্রথম শপথেও রাজভবনে একেবারে সামনের সারিতে বসেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। তাও এদিন বলেন মমতা বন্দোপাধ্যায়।
Leave a Reply