নিউজ ডেস্ক: ২০২৪-এই রয়েছে লোকসভা নির্বাচন। আর এই লোকসভা নির্বাচনে একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে বিজেপির রাজধানীর কুর্শি দখল করা খুব একটা সহজ হবে না বলেই মনে করছেন অর্থনীতিবিদ অমর্ত্য সেন। তাঁর মতে ২৪-এর লোকসভা নির্বাচনে ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে আঞ্চলিক দলগুলি। এর পাশাপাশি তিনি জানান, দেশের প্রধানমন্ত্রী হওয়ার মত যোগ্যতা রাখেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বাম-মনস্ক অর্থনীতিবিদ অমর্ত্য সেন বিজেপি বিরোধী হলেও, এর আগে প্রকাশ্যে রাজ্যের মুখ্যমন্ত্রীর হয়ে স্পষ্ট করে কিছু বলেননি। তবে এবার মমতার হয়ে খোলাখুলিই মুখ খুললেন। তিনি এক রকম স্পষ্ট করেই বলেন, “মমতার প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা নেই, এমনটা একেবারেই নয়। আমার মনে হয় মমতা ভীষণভাবেই যোগ্য।”
অমর্ত্য সেনের মতে, ২৪-এর লোকসভা নির্বাচনে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে আঞ্চলিক দলগুলি। ডিএমকে, তৃণমূল, সমাজবাদী পার্টি খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। এদিন অমর্ত্য সেন আরও বলেন, “বিজেপি ভারতের দৃষ্টিভঙ্গিকে সীমাবদ্ধ করে দিয়েছে। ভারত সম্পর্কে ধারণাটা এত সংকীর্ণ করে দিয়েছে য এখন ভারতকে শুধু হিন্দু ভারত বা হিন্দি বলয়ের ভারত হিসেবে দেখা হচ্ছে। যদি বিজেপির বিকল্প না পাওয়া যায়, তাহলে দেশের বাকি অংশের প্রতি সেটা অন্যায় হবে।”