ইউ এন লাইভ নিউজ ডেস্ক: দেশজুড়ে সিএএ চালু হওয়ার আবহে মঙ্গলবার দুপুরে উত্তর ২৪ পরগনার হাবড়ায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে জোরালো জবাব দেবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সন্দেশখালি ঘটনার পর এদিন জেলায় যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন একাধিক সরকারি পরিষেবা প্রদান প্রকল্পের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। সরকারি পরিষেবা প্রদান করা হবে সন্দেশখালির বাসিন্দাদেরও। উত্তর ২৪ পরগনা জেলার নানা প্রান্তের মানুষ থাকবেন এদিনের সভায়। উপস্থিত থাকবেন সন্দেশখালির মহিলারাও। সোমবারই দেশজুড়ে কার্যকর হয়েছে সিএএ বা সংশোধিত নাগরিকত্ব আইন। মমতা সোমবারই বলেছিলেন, আইনে কী আছে দেখে নিয়ে তারপর মন্তব্য করবেন তিনি।
সন্দেশখালি নিয়ে বারাসতের মঞ্চ থেকে রাজ্যের শাসক দলকে কড়া আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী। আর তাই রাজনৈতিকভাবে এবার মুখ্যমন্ত্রীর হাবড়ায় যাওয়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ। হাবড়ার বিধায়ক তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী ও প্রাক্তন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বর্তমানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার রয়েছেন। তাঁর অবর্তমানে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস কীভাবে রণকৌশল ঠিক করবে তার রূপরেখা তৈরি করে দিতে পারেন দলনেত্রী। সিএএ নিয়ে মতুয়াদের জন্যও নয়া বার্তা দিতে পারেন।
এই পরিস্থিতিতে বেশ কিছু জায়গায় নো এন্টি এবং কিছু জায়গায় রুট ডাইভারশন করা হচ্ছে। এই বিষয়ে ডিএসপি ট্রাফিক বারাসত শেখ মহম্মদ ফিরোজ হোসেন জানান, রানাঘাট, বনগাঁ, বসিরহাট, কৃষ্ণনগর থেকে হাবড়ার দিকে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। এছাড়া বিভিন্ন রাস্তায় ডাইভারশন থাকছে বলেও জানান তিনি। তবে টাকি রোডে কোনওরকম অসুবিধা নেই বলে জানান ডিএসপি ট্রাফিক বারাসত। যদিও দুপুর ১টার পর সমস্ত যান চলাচল স্বাভাবিক করে দেওয়া হবে বলেও জানান তিনি। প্রসঙ্গত, এদিন বেলার দিকে হাবড়ায় সবা রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সভায় প্রশাসনকি ব্যক্তিরা ছাড়াও থাকবেন বিভিন্ন সাংসদ, বিধায়ক ও অন্যান্য জন প্রতিনিধিরা। এই পরিস্থিতিতে ট্রাফিক ব্যবস্থা ঠিকঠাক রাখতে তৎপর পুলিশ প্রশাসন।
কলকাতা ট্রাফিক পুলিশ জানাচ্ছে আজ মঙ্গলবারও শহরে রয়েছে কিছু মিটিং সমাবেশ। সোশ্যাল মিডিয়া এ পোস্টে কলকাতা ট্রাফিক বিভাগ জানাচ্ছে যে, আজ বেলা ১১টা নাগাদ সাউদার্ন অ্যাভিনিউতে একটি মিটিং রয়েছে। বেলা ১২টা নাগাদ হাজরা রোড, এসপিএম রোডে রয়েছ একটি জমায়েত কর্মসূচি। সেখানে প্রায় ৫০ -৬০ জনের জমায়েত হওয়ার কথা রয়েছে। পাশাপাশি দুপুর দেড়টা আরও একটি জমায়েত কর্মসূচি রয়েছে স্ট্র্যান্ড রোডে। যদিও সমস্ত ক্ষেত্রেই যান চলাচল স্বাভাবিক রাখতে তৎপর কলকাতা ট্রাফিক পুলিশ।
Leave a Reply