ইউ এন লাইভ নিউজ ডেস্ক: অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন চলাকালীন কী ভাবে গ্রেফতার? প্রশ্ন তুলে সরব পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী আচরণ বিধি চলাকালীন কী ভাবে গ্রেফতার? আরও জানিয়েছেন, কেজরিওয়ালের স্ত্রী সুনীতার সঙ্গে কথাও হয়েছে তাঁর। এছাড়াও কেজরির গ্রেফতারির প্রতিবাদে শুক্রবার নির্বাচন কমিশনের কাছে যাবে ইন্ডিয়া জোটের প্রতিনিধি দল। সেই দলে রয়েছেন তৃণমূলের দুজন।
মমতার সঙ্গে অরবিন্দ কেজরিওয়ালের বরাবরই বন্ধু সম্পর্ক। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর টুইটার (এক্স) হ্যান্ডেলে পোস্ট করে লিখেছেন, “মানুষের দ্বারা নির্বাচিত একজন বর্তমান মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করার তীব্র নিন্দা করছি। আমি সুনীতা কেজরিওয়ালের সঙ্গে কথা বলেছি। ওঁর পাশে থাকার কথা জানিয়েছি।” মমতার কথায়, “ইডি-সিবিআইয়ের মামলায় যে সব অভিযুক্ত বিজেপির সঙ্গে জুড়ে যাচ্ছেন, তাঁরা বহালতবিয়তে রয়েছেন। আর বিরোধী মুখ্যমন্ত্রীদের বেছে বেছে নিশানা করা হচ্ছে।”
তৃণমূল কংগ্রেসের তরফে ইন্ডিয়া জোটের হয়ে নির্বাচন কমিশনে যাবে নাদিমুল হক ও ডেরেক ও ব্রায়েন। “বেছে বেছে বিরোধী মুখ্যমন্ত্রীদের টার্গেট করা হচ্ছে ইডি,সিবিআই দিয়ে?” প্রশ্ন তুলে সোশ্যাল মিডিয়ায় সোচ্চার হন মমতা বন্দ্যোপাধ্যায়।