৪৩ হাজার পুজো ৬০ হাজার করে অনুদান, এবারে ছাড় বিদ্যুৎ বিলেও, ঘোষণা মমতার

নিউজ ডেস্ক– পুজোর কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে, এবারও দুর্গাপুজোকে কেন্দ্র করে কল্পতরু হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগাম আন্দাজ ছিল, এবারের পুজোয় ক্লাবগুলির জন্য বিশেষ কিছু বরাদ্দ হতে চলেছে। সেই আন্দাজ সত্যি হল।

গত বছর পর্যন্ত ক্লাবগুলিকে ৫০ হাজার টাকা করে অনুদান দিত রাজ্য সরকার। এবার সেই অঙ্কটা বাড়িয়ে করা হয়েছে ৬০ হাজার টাকা। রাজ্যের বাছাই করা ৪৩ হাজার পুজো কমিটিকে দেওয়া হবে ৬০ হাজার টাকা করে। সেই সঙ্গে বিদ্যুৎ বিলেও ৬০ শতাংশ ছাড় দেওয়া কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্যের পুজো কমিটি গুলির সঙ্গে ভার্চুয়াল বৈঠক করে। কলকাতার পাশাপাশি জেলার পুজো কমিটিগুলির সঙ্গেও কথা বলেন। তিনি জানান, রাজ্যের ভাঁড়ার শূন্য, তার পরেও ১০ হাজার টাকা করে অনুদান বাড়ানোর কথা ঘোষণা করেন।

এদিনের বৈঠকের শুরু নাম না করে বিজেপি কটাক্ষ করেন তিনি। পাশাপাশি তিনি আরও বলেন, “এ বার পুজো শুরু হয়ে যাবে ১ সেপ্টেম্বর থেকে। কেমন পুজো হচ্ছে দেখতে, দেশ-বিদেশ থেকে মানুষ আসবেন। তাই ১ সেপ্টেম্বর আমরা মিছিল করব।

এ বারের মিছিল রাজনৈতিক নয়। কে কত সম্প্রদায়কে পাশে নিয়ে সুন্দর করে কাজ করতে পারে, সেটাই দেখা যাবে মিছিলে। সেখানে একা এলে হবে না। কার্নিভালে যেমন সবাই আসে, তেমন সকলকে নিয়ে আসতে হবে। ইউনেস্কোকে ধন্যবাদ দেব।’’