নিউজ ডেস্ক: গুজরাটে মোরাবি ব্রিজ দুর্ঘটনা নিয়ে এবার কেন্দ্রের মোদি সরকারেকে নিশানা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, ‘‘অসম্পূর্ণ সেতুকে সম্পূর্ণ বলে দেখিয়ে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়েছিল। আমার মনে হয় এর জন্য সুপ্রিম কোর্টের অধীনে বিচারবিভাগীয় কমিশন হওয়া উচিত। এটা কেন ইডি সিবিআই দেখছে না?’’
মোরাবি ব্রিজ দুর্ঘটনায় ১৫০-র ও বেশি মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন বহু। এই ঘটনার পরপরই প্রধানমন্ত্রী আহতদের ৫০ হাজার এবং নিহতদের ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছিলেন। সম্প্রতি প্রধানমন্ত্রী নিজে মোরাবি হাসপাতলে গিয়ে আহতদের সঙ্গে দেখা করেন। তবে দুর্ঘটনার দুদিন পর কেন প্রধানমন্ত্রীর দুর্ঘটনাস্থল পরিদর্শন করলেন তা নিয়েও প্রশ্ন উঠেছে।
এই প্রসঙ্গে বাংলার মুখ্যমন্ত্রীর বক্তব্য, প্রধানমন্ত্রীর ব্যাপারে একটি কথাও বলবেন না তিনি। কারণ গুজরাট প্রধানমন্ত্রীর নিজের রাজ্য। এরপরেই গুজরাট সরকারকে একহাত নিয়েছেন মমতা। তিনি বলেন, গুজরাট সরকার নিহতদের পরিবারকে সাহায্য করতে ব্যর্থ হয়েছে। তারা গুজরাট বিধানসভা ভোট নিয়ে ব্যস্ত ছিল।’
আরও পড়ুন: ডানলপ মোড়ে ভয়াবহ আগুন বহুতলে, বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল এলাকা
মোরাবি ব্রিজ দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মমতা। এর পাশাপাশি তিনি বলেন, ‘আসলে ভোটের জন্যই এটা হয়েছে, সার্টিফিকেট পাওয়ার আগেই সেতু খুলে দেওয়া হয়েছিল। কিন্তু এটা ঠিক নয়। সাধারণ মানুষের জীবন নিয়ে খেলা করা উচিত নয়, যারা এতগুলো মানুষের জীবন নিয়ে খেলেছে, তাদের দায় নেওয়া উচিত।’ তবে সমস্ত দায় অস্বীকার করেছে সেতু নির্মাণকারী সংস্থা। মোরাবি ব্রিজ দুর্ঘটনার পিছনে ভগবানের হাত রয়েছে বলে দাবি, নির্মাণকারী সংস্থার।
Leave a Reply