সম্পত্তি বৃদ্ধি মামলা: হলফনামা পেশে মুখ্যমন্ত্রীর পরিবারকে চার সপ্তাহ সময় কলকাতা হাইকোর্টের

নিউজ ডেস্ক: অস্বাভাবিক সম্পত্তি বৃদ্ধি মামলায় নাম জড়িয়েছে রাজ্যের শাসক দলের একাধিক নেতার। অভিযোগের আঙুল উঠেছে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সদস্যদের দিকেও।

এবার মুখ্যমন্ত্রীর পরিবারের সম্পত্তি বৃদ্ধির মামলায় চার সপ্তাহের মধ্যে হলফনামা চাইল কলকাতা হাইকোর্ট। যাঁদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে কলকাতা হাইকোর্টে তাঁদের হলফনামা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

এদিন বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, ১১ নভেম্বরের মধ্যে হাইকোর্টের কাছে হলফনামা দিতে হবে।  এর  দুসপ্তাহের মধ্যে পালটা হলফনামা দেবেন মামলাকারী।  ২৮ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি হবে।

সম্পত্তি বৃদ্ধি মামলায় নাম জড়িয়েছে মুখ্যমন্ত্রীর ভাই সমীর বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী কাজরী বন্দ্যোয়ের। কলকাতা পুরসভা ভোটে প্রার্থী ছিলেন কাজরী। তাঁর দেওয়া হলফ নামায় তথ্য আড়াল করারও অভিযোগ রয়েছে।

আরও পড়ুন: Post poll violence: যতবার ডাকবে ততবার আসব, সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে বললেন পরেশ পাল

২০১১ সালে বাম সরকারকে পরাজিত করে  ক্ষমতা দখল করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। অভিযোগ, তারপর থেকেই মুখ্যমন্ত্রীর পরিবারের কয়েকজন সদস্যের সম্পত্তির পরিমাণ অস্বাভাবিকভাবে লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে।

এই অভিযোগেই কলকাতা হাইকোর্ট জনস্বার্থ মামলা করেন অরিজিৎ মজুমদার নামে এক ব্যক্তি। সেই মামলাতেই অভিযোগকারীর আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি আদালতে জানান, মুখ্যমন্ত্রীর পরিবারের সদস্যদের একাংশ বিভিন্ন সময় যে সরকারি হলফনমা পেশ করেছেন তা থেকেই তঁদের সম্পত্তি বৃদ্ধির বিষয়টি স্পষ্ট।

যদিও তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাদিবসের কর্মসূচি অনুষ্ঠানে যোগ দিয়ে মমতা দাবি করেছিলেন, তাঁর নিজের বলতে কিছু নেই। তিনি যেখানে থাকেন সেটাও ভাড়া। ১২ বছর ধরে সাংসদ হিসেবে যে পেনশন তাঁর পাওনা হয় তাও তিনি নেন না।