নিউজ ডেস্কঃ এর আগেও তাঁকে এ ভাবে দেখেছেন রাজ্যের মানুষ। সোমবার আবার দেখলেন। আদিবাসী নৃত্যে পা মেলালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তাঁর সঙ্গী হলেন রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা।আদিবাসী সংস্কৃতির প্রতি সম্মান জানাতেই তিনি শিল্পীদের নাচের সঙ্গে পা মেলান।
সোমবার দু বছর পর রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের আয়োজন করা হয়।জাতীয় পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে দেখান হয় গার্ড অব অনার। হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি করা হয়। ছিল কুচকাওয়াজের অনুষ্ঠান। সেই কুচকাওয়াজে রাজ্যের বিভিন্ন সরকারি প্রকল্পের ট্যাবলো প্রদর্শন করা হয়। সেই সঙ্গে ছিল দুর্গাপুজোর ট্যাবলোও। সেই সময় মুখ্যমন্ত্রীর মুখে শোনা যায় স্তোত্র পাঠ। দু বছর পর এদিনের অনুষ্ঠানে দেশ বিদেশের বেশ কিছু অতিথিও অংশ নেন। সাধারণ মানুষের উুপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।
এদিন রাজ্যের আট আই পি এস অফিসারকে সম্মান জানান হয়। তাঁরা হলেন, ডিআইজি বর্ধমান রেঞ্জ অলোক রাজোরিয়া, ডিআইজি মুর্শিদাবাদ রেঞ্জ রশিদ মুনির খান, এআইজি সিকিউরিটি আভারু রবীন্দ্রনাথ, কলকাতা পুলিশের তিনজন ডেপুটি কমিশনার রূপেশ কুমার, আকাশ মাঘারিয়া, জয়িতা বসু, পূর্ব বর্ধমানের পুলিশ সুপার কামনাশীস সেন।
Leave a Reply