একহাতে খুন্তি একহাতে ফোন, কালীপুজোর ভোগ রান্নার সঙ্গেই খবর নিচ্ছেন সিতরাংয়ের

নিউজ ডেস্ক: শ্যামার আরাধনায় ব্যস্ত অগ্নিকন্যা। বাড়ির কালীপুজোর চরম ব্যস্ততার মধ্যেও খবর রাখছেন রাজ্যের পরিস্থিতির। যেকোনো সময় আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় সিতরাং। তা থেকে রাজ্যবাসীকে রক্ষা করতে সম্ভাব্য সবরকম ব্যবস্থা গ্রহণ করছেন রাজ্য প্রশাসন।

প্রতিবছরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয় কালীপুজো। বাড়িতে হাজির হয় দল ও প্রশাসনের কর্মীসহ সাধারণ মানুষও। পুজোর প্রস্তুতিও নিজেই সারেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয় প্রতিবারই নিজে হাতে ভোগও রান্না করেন মুখ্যমন্ত্রী।

সারাবছরই একাহাতে রাজ্য সামলান তিনি। তবে কালীপুজোয় একেবারেই অন্য মেজাজে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। কিন্তু চলতি বছরে রান্নার খুন্তি ছাড়াও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে সবসময় মোবাইলও দেখা গেছে। কালীপুজোয় ঘূর্ণিঝড়ের আশঙ্কায় ফোনে ফোনেই যেমন খোজ খবর রাখছেন পরিস্থিতির, একইসঙ্গে রাধছেন পুজোর ভোগও।

আরও পড়ুন : ব্রিটেনের প্রধানমন্ত্রী পদে প্রথম ভারতীয় বংশোদ্ভুত ঋষি সুনক