নিউজ ডেস্ক: সমস্যার সমাধান করার দিক দিয়ে ভারতীয়দের জুড়ি মেলা ভার। বুদ্ধি খাটিয়ে বিপদ থেকে উদ্ধার পেতে নতুন নতুন পথ বার করতে সিদ্ধহস্ত অনেকেই। এবার তারই প্রমাণ দিলেন উত্তরপ্রদেশের এক ব্যাক্তি। মাঝ রাস্তায় বাইকের পেট্রোল শেষ হতেই, সটান বাইকের ট্যাঙ্ক নিয়ে হাজির হয়েছেন পেট্রোল পাম্পে। এমন ঘটনা দেখে তাজ্জব জনগন।
মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে দেখা গেছে, কানপুরের এক ব্যক্তি স্কুটি করে পেট্রোল পাম্পে পৌঁছান। সেই স্কুটির উপরে রাখা ছিল বুলেটের ট্যাঙ্ক। সেই ট্যাঙ্কে পেট্রোল পাম্পের কর্মীকে পেট্রোল দিতে বলেন, সেই ব্যক্তি। ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে যায় সকলেই। এই দৃশ্য দেখতে ভিড় জমায় সাধারণ মানুষ।
পুরো ভিডিওটি দেখতে ক্লিক করুন Unlive.in এর Facebook link : https://fb.watch/eYGRPJeWIQ/
জানা গেছে, ওই ব্যাক্তি প্রাক্তন কাউন্সিলর সুশীল তিওয়ারি। তিনি বুলেট নিয়ে প্রতিদিন সকালে গ্রিনপার্কে যান। মঙ্গলবার সকালে বাড়ি থেকে বেরোতেই পেট্রোল শেষ হয়ে যায় তার বাইকের। আশেপাশের কয়েকটি পেট্রোল পাম্পে বোতলে পেট্রোল নেওয়ার চেষ্টা করেন তিনি। কিন্তু কানপুর হিংসার কারণে পেট্রোল পাম্প থেকে বোতলে পেট্রোল দেওয়ার উপর নিষেধাজ্ঞা থাকায় তাঁর চেষ্টা বিফলে যায়। তাই অবশেষে বাইকের ট্যাঙ্ক খুলে পেট্রোল পাম্পে হাজির হন তিনি।