মাঝ রাতে মাশা কামড়েছে স্ত্রীকে, নালিস জানাতে থানায় ছুটলেন স্বামী

নিউজ ডেস্ক: গর্ভবতী স্ত্রী। ভর্তি নার্সিং হোমে। তাঁকেই কামড়েছে মশা। অভিযোগ জানাতে থানায় ছুটলেন স্বামী। অভিযোগ পেয়ে রাত পৌনে তিনটে নাগাদ পুলিশও এল নার্সিংহোমে। শুনে অবাক হচ্ছেন! ভাবছেন এবার কী কাণ্ড!

ঘটনাটি ঘটেছে যোগী রাজ্য উত্তরপ্রদেশে। চন্দৌসি এলাকার হরি প্রকাশ নার্সিংহোমে গর্ভবতী স্ত্রীকে নিয়ে গিয়েছিলেন স্থানীয় বাসিন্দা আসাদ খান। তাঁর এক কন্যা সন্তানের জন্ম হয়। সমস্যার শুরু হয় তারপর থেকেই। ভোররাত পর্যন্ত চলে মশার উপদ্রব। একে সন্তান জন্মের পরের বেদনা, অন্যদিকে মশার কামড়ে কাতরাতে থাকেন আসাদের স্ত্রী।

স্ত্রীর যন্ত্রণা সহ্য করতে না পেরে রাত ২.৪৫ নাগাদ উত্তরপ্রদেশ পুলিশকে ট্যাগ করে সমস্যার কথা জানান আসাদ। এরপর কী ঘটতে চলেছে, তা কোনওভাবেই আন্দাজ করতে পারেননি তিনি। উত্তরপ্রদেশ পুলিশের কাছে মশা মারার কয়েল চেয়েছিলেন যুবক। মাত্র কয়েক মিনিটেই তার উত্তর আসে।

টুইটারে জবাব দিয়েই থেমে থাকেননি উত্তরপ্রদেশ পুলিশ। দুই পুলিশকর্মী সেই ভোররাতেই পৌঁছে গিয়েছিলেন নার্সিংহোমে। আসাদের হাতে তুলে দিয়েছিলেন মশার কয়েল। গোটা টুইটালাপের স্ক্রিনশট শেয়ার করা হয়েছে উত্তরপ্রদেশ পুলিশের অফিশিয়াল টুইটার হ্যান্ডেলের পক্ষ থেকে।