স্পোর্টস ডেস্ক: পরিসংখ্যান বলছে, তিনি ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা দলের দায়িত্ব নেওয়ার পর – ৫৭ ম্যাচে ৩৫ টিতে জিতেছিল। কিন্তু ২০১৯ সালে এশিয়ান কাপের কোয়ার্টার ফাইনালে হেরেছিল তাঁর দল। আর ২০২২ সালের বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে তাঁর দল দক্ষিণ কোরিয়াকে হারতে হল – প্রি কোয়ার্টার ফাইনালে। ব্রাজিলে হারিয়ে অঘটন আর ঘটিয়ে ফেলা যায়নি।
আর এই ১-৪ গোলে ম্যাচ হেরে যেতে দক্ষিণ কোরিয়ার কোচ বেন্তো বলে দিয়েছেন, দলের প্লেয়ারদের সামনে কিছুক্ষণ আগে জানিয়ে এসেছি – আর দলের দায়িত্ব নিয়ে থাকতে চাইনা। সংস্থার সভাপতিকেও বলেছি, সেপ্টেম্বর মাসে এই সিধ্যান্ত নিয়ে নিয়েছিলাম। ভেবে রাখাই ছিল। সেটাই ঘোষণা করে দিলাম। সকলকে ধন্যবাদ জানাই, যারা যে যে ভাবে এই লড়াইয়ে সামিল ছিল।’
কাতার বিশ্বকাপে দলের বিদায় আরও এক কোচ বা ম্যানেজার দায়িত্ব ছেড়ে দিলেন। বলেও গেলেন: ‘ আমি এবার বিশ্রাম নিতে চাই। আমাদের আরও সামনের দিকে তাকাতে হবে। আমার বিশ্রামের পর সেই মিশন শুরু হবে।’
ব্রাজিলের কাছে হার প্রসঙ্গে বেন্তো জানিয়েছেন, নেইমাররা তাঁদের চেয়ে অনেক ভালো দল। ব্রাজিল ম্যাচ জেতায় অভিনন্দন জানান।
এভাবে দলের দায়িত্ব ছাড়ার কথা যখন দক্ষিণ কোরিয়া কোচ শোনালেন, তখন জাতীয় ফুটবল ফেডারেশনের এই সাংবাদিক সম্মেলনে বলেই দেন, কোচ পদত্যাগ করেন নি। কর্তাটির দাবি, পর্তুগালের মানুষ এই কোচ বেন্তো বিশ্রামে থাকবেন কয়েকদিন। তারপর নাকি সিদ্ধান্ত নেবেন। কিন্তু ফুটবল মহল জেনে গেছে, কোচ বেন্তো দায়িত্ব ছেড়ে দিয়েছেন।
বিশ্বকাপে বিপর্যয়ের পর কোচ বা ম্যানেজারদের বিদায় নেওয়ার তালিকার কোচ বেন্তো এখন তিন নম্বরে। বেলজিয়ামের ম্যানেজার রবার্তো মার্টিনেজও এই তালিকায় আছেন। আছেন মেক্সিকোর ম্যানেজার টাটা মার্টিনো। মেক্সিকো তো গ্রুপ পর্বে আর্জেন্টিনা আর পোল্যান্ডের কাছে হেরে পরের অর্ধে খেলার সুযোগ পায়নি।
দক্ষিণ কোরিয়া শেষ ১৬ তে জায়গা করে নিয়েছিল, দলের শেষ ম্যাচে পর্তুগালকে হারিয়ে দিয়ে।
কিন্তু নক আউট পর্যায়ে খেলতে নেমেই ৪-0 গোলে ব্রাজিলের থেকে পিছিয়ে পড়ে ৩৬ মিনিটের মধ্যে?
ছবি: সৌ টুইটার।
Leave a Reply