ইউ এন লাইভ নিউজ: রাজনীতিতে পা রেখেছেন বলিউডের ‘ক্যুইন’ কঙ্গনা রানাওয়াত। ২০২৪-র লোকসভা ভোটে হিমাচল প্রদেশে নিজের হোমটাউন মান্ডি থেকে বিজেপি প্রার্থী হয়েছেন অভিনেত্রী। যদিও বিজেপির সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক স্থাপনের অনেক আগে থেকেই পদ্ম শিবিরের প্রতি নিজের আনুগত্য প্রকাশ করে এসেছেন নায়িকা। এবার লোকসভা নির্বাচনে বিজেপির হয়ে ভোটে লড়ছেন তিনি। শুক্রবার তাঁর সমর্থনে প্রচারে মান্ডি যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্রচারে হিমাচলের আঞ্চলিক টুপি ও অফ-হোয়াইট শাড়িতে দেখা মিলল পাহাড়ি কন্যা কঙ্গনার। প্রধানমন্ত্রীর মাথাতেও ছিল পাহাড়ের বিখ্যাত হিমাচলি টুপি। মোদীর মান্ডি সফরের একাধিক ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভক্তদের সাথে ভাগ করে নিয়েছেন কঙ্গনা রানাওয়াত। প্রচারসভাতে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে লাল গোলাপ উপহার দেন তিনি। এদিন মোদী-কঙ্গনার যুগলবন্দি দেখতে জনসভায় ভিড় উপচে পড়েছিল। নির্বাচনে জয় নিয়ে আশাবাদী দেখা গেল অভিনেত্রীকে।
প্রধানমন্ত্রী মান্ডি সফরের আগে কঙ্গনা একটি জনসভায় বক্তৃতা দিয়েছিলেন। যেখানে তিনি মোদীর নেতৃত্বে বিজেপিতে কাজ করার সুযোগ পাওয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি নিজের কৃতজ্ঞতা ব্যক্ত করেছিলেন। নিজের অভিনয়ের ইন্ডাস্ট্রি বলিউড প্রসঙ্গে তিনি বলেন, ”বলিউড আমাকে বহিরাগত মনে করত এবং আমার দুর্বল ইংরেজি নিয়ে ঠাট্টা করত। তারপর বিশ্বের বৃহত্তম দল ভারতীয় জনতা পার্টি এবং বিশ্বের বৃহত্তম নেতা প্রধানমন্ত্রী মোদী মান্ডির জনগণের সেবা করার জন্য আমাকে বেছে নিয়েছেন।”
নিজের শহর মান্ডি থেকেই পদ্ম শিবিরের প্রার্থী হয়েছেন কঙ্গনা। গত মঙ্গলবার নিজের মনোনয়ন জমা করেছেন তিনি। এরপরই আরেক বড় ঘোষণা করেন কঙ্গনা। অভিনয়ে চারবারের জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী জানান, মান্ডির আসন থেকে সাংসদ হতে পারলে অভিনয় জগৎ ছেড়ে দেবেন।
আপতত জোরকদমে নিজের প্রচার নিয়ে ব্যস্ত মান্ডির প্রার্থী। বরাবরই ভয়ডরহীন মন্তব্যের জন্য চর্চায় থাকেন অভিনেত্রী। তিনি নির্বাচনের টিকিট পাওয়ার আগে থেকেই বলিউডের নিন্দা এবং প্রধানমন্ত্রী মোদীকে প্রশংসা করতে গিয়ে বিতর্কিত মন্তব্যে জড়িয়ে একাধিকবার শিরোনামে এসেছেন। পরিচালকের আসনে বসে কঙ্গনা রানাওয়াতের দ্বিতীয় ছবি ‘এমার্জেন্সি’ চলতি বছরের জুনে মুক্তি পাওয়ার কথা ছিল, তবে নির্বাচন সংক্রান্ত ব্যস্ততার জেরে এই ছবির মুক্তি পিছিয়ে দিয়ছেন নায়িকা। এর আগে ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘মণিকর্ণিকা: দ্য ক্যুইন অফ ঝাঁসি’ ছবির পরিচালনা করেছিলেন তিনি। সেই ছবির মুখ্য চরিত্রে অভিনয় করার সুবাদে জাতীয় পুরস্কারও জেতেন অভিনেত্রী।
Leave a Reply