ইউ এন লাইভ নিউজ ডেস্ক: কোটা সংস্কারের জন্য় বাংলাদেশে শুরু হয়েছিল ছাত্র আন্দোলন। কোটা সংস্কারের রায় বেরোনোর পরেও শান্ত থাকেনি বাংলাদেশ তাঁদের পরবর্তী দাবি ছিল শেখ হাসিনার প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা। আর সেই আন্দোলনের জেরেই সোমবার পদত্যাগ করে দেশ ছাড়তে হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। তাঁর পদত্যাগের পরেই শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙতে দেখা গিয়েছে মানুষকে। ভাইরাল হওয়া এক ভিডিওতে (ভিডিওর সত্যতা ইউ এন লাইভ যাচাই করেনি) দেখা যাচ্ছে, মুজিবের মূর্তির উপর প্রস্রাব করছেন এক ব্যক্তি। বিষয়টি নিয়ে এবার সমাজমাধ্যমে সরব হলেন অভিনেত্রী তথা মন্ডী বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত।
সেই ভিডিয়ো ইনস্টাগ্রামের স্টোরিতে শেয়ার করে কঙ্গনা লিখেছেন, “বাংলাদেশিরা শেখ মুজিবুর রহমানের মূর্তির উপর প্রস্রাব করছেন। তিনিই বাংলাদেশকে স্বাধীন করেছিলেন। স্বাধীনতা অর্জন করার পরেই তাঁকে হত্যা করা হয়েছিল। আমি ভাবছি, এই মানুষটা কী না করেছিলেন! ওঁর উপর কেন প্রস্রাব করছেন!”
কঙ্গনার আরও সংযোজন, “কয়েক জনকে দেখলাম চিড়িয়াখানায় ঢুকে পশুদের ধরে ধরে মারছে। প্রধানমন্ত্রী ইস্তফা দেওয়ার পরেও ওদের প্রতিবাদ থামেনি বোধ হয়! এটাকেই কি প্রতিবাদ বলে?” আরও একটি পোস্টে কঙ্গনা কটাক্ষ করেছেন, “যারা পশুদের সঙ্গে এই কাজ করতে পারে, তারা আপনার সঙ্গে কী করবে, ভাবুন।” উল্লেখ্য, ৫ অগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে শেখ হাসিনা ভারতে চলে আসে। জানা যায়, তিনি পদত্যাগ করার পরেই তাঁর আবাস গণভবনে ঢুকে তান্ডব শুরু করে বহু মানুষ। বিষয়টি নিয়ে এখনও উত্তপ্ত বাংলাদেশ।
Leave a Reply