এসএসসি দুর্নীতি মামলায় রাতভর ইডির জেরা শেষে গ্রেফতার মানিক ভট্টাচার্য

নিউজ ডেস্ক : প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা বিধায়ক মানিক ভট্টাচার্য। সোমবার সারারাত ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। ইডি আধিকারিকদের তদন্তে অসহযোগিতার অভিযোগে জেরা শেষে ভোরবেলা গ্রেফতার করা হয়েছে পলাশিপাড়ার তৃণমূল বিধায়ককে।

এসএসসি দুর্নীতি মামলায় একাধিকবার তলব করে কেন্দ্রীয় গোয়েন্দারা। ইডির চার্জশিট অনুযায়ী জানা গেছে, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের মোবাইল বার্তা আদানপ্রদানের প্রমাণ রয়েছে। চার্জশিট দাখিলের পরেই ইডি আধিকারিকদের কাছে গিয়ে বিভিন্ন নথি জমা দিয়ে আসেন মানিক ভট্টাচার্য। কিন্তু সেই নথিতে গড়মিল থাকায় তলব করা হয় তাঁকে।

অবশেষে সোমবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন তিনি। আজই তাঁকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা। ইডি সূত্রের খবর, শিক্ষক নিয়োগের ভুয়ো চাকরিপ্রার্থীদের তালিকা দিয়েছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। এছাড়া ঘুষের টাকাও আত্মসাৎ করার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।

সুপ্রিম কোর্টে এসএসসি দুর্নীতি মামলায় সিবিআইয়ের গ্রেফতারের হাত থেকে রেহাই পেতে রক্ষাকবচ মিললেও এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে গ্রেফতার হল মানিক ভট্টাচার্য। এর আগে এই দুর্নীতি মামলায় কেন্দ্রীয় গোয়েন্দাদের হাতে গ্রেফতার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, শান্তি প্রসাদ সিনহা, অশোক সাহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য।

আরও পড়ুন: Qatar 2022: বারো বছর আগের সেই ঘুষের কেলেঙ্কারির কর্তারা আজ কে কোথায় ?