নিউজ ডেস্ক: সোমবার বিধানসভায় এসেছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি তথা পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য। প্রশ্ন-উত্তর পর্বে তিনি বলতে ওঠেন। তাঁকে দেখেই বিরোধী বেঞ্চ থেকে কটাক্ষ উড়ে আসে। বিরোধী বেঞ্চ থেকে তাঁকে উদ্দেশ্য করে ‘মানিক চোর’-‘মানিক চোর’ বলে কটাক্ষ করেন বিজেপি বিধায়ক মিহির গোস্বামী।
পাল্টা মানিকবাবু বলেন, ‘দুর্নীতি যেসময় হয়েছে বলে বলছেন সেই সময়তো আপনিও এইদিকেই ছিলেন। অভিযোগ করেননি কেন?’
থামেননি মিহির গোস্বামী। উত্তপ্ত হয় বিধানসভা। পরে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। মিহির গোস্বামী বলেন, ‘রাজ্যে শিক্ষাক্ষেত্রে দুর্নীতির পাণ্ডাদের মধ্যে মানিক ভট্টাচার্য অন্যতম। এতদিন পর মানিকবাবুকে হঠাৎ বিধানসভায় দেখছি। উনি অর্থের বিনিময়ে বাংলার মেধাবী যুবক, যুবতীদের বঞ্চিত করে চাকরি চুরি করেছেন। মমতার সরকার চোরের সরকার, তাই ধিক্কার জানাই।’
টেট দুর্নীতিকাণ্ডে অভিযুক্ত হওয়ার পর হাইকোর্টের নির্দেশে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির পদ থেকে অপসারিত হন মানিক ভট্টাচার্য। তাঁকে বহুবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা জেরা করেছে। তাঁর কলকাতা, নদিয়ার বাড়িতে তল্লাশিও চালানো হয়। সিবিআই সূত্রে জানা গিয়েছিল, মানিকবাবুর বিরুদ্ধে লুকআউট নোটিসও জারি হয়েছিল।