আবেদন খারিজ, ইডি হেফাজতেই মানিক, নির্দেশ সুপ্রিম কোর্টের  

নিউজ ডেস্ক: সুপ্রিম কোর্টে বড় ধাক্কা মানিকের। থাকতে হবে ইডি হেফাজতেই। বৃহস্পতিবার জানাল সুপ্রিম কোর্ট। ইডির গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি। বৃহস্পতিবার সেই মামলা খারিজ করে সুপ্রিম কোর্ট জানিয়েছে, আদালত সিবিআইয়ের গ্রেফতারির বিরুদ্ধে রক্ষাকবচ দিয়েছিল। কিন্তু ইডি আর্থিক দুর্নীতির অভিযোগে গ্রেফতার করেছ। এই গ্রেফতারির বিরুদ্ধে কোনও রক্ষাকবচ ছিল না। তাই গ্রফতারি অবৈধ নয়।

মানিকের গ্রেফতারিতে ভুল নেই

কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের গ্রেফতারির হাত থেকে মানিক ভট্টাচার্যকে রক্ষাকবচ দিয়েছিল সুপ্রিম কোর্ট। ১০ অক্টোবর সেই মেয়াদ শেষ হতেই ১১ অক্টোবর তাঁকে গ্রেফতার করে ইডি। ইডির এই গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় মানিক। মঙ্গলবার মানিকের মামালার শুনানি হয়। সেই মামলার রায় দান হয় বৃহস্পতিবার সকালে। বিচারপতি অনিরুদ্ধ বসু ও বিচারপতি বিক্রম নাথের ডিভিশন বেঞ্চ এদিন জানান, মানিককে ইডির গ্রেফতারিতে কোনও ভুল নেই।

বেআইনি টাকার লেনদেনের তদন্তেই গ্রেফতার

আদালতে মানিকের আইনজীবী মুকুল রোহতগির যুক্তি ছিল, সুপ্রিম কোর্ট সিবিআই মামলায় তাঁকে রক্ষাকবচ দিয়েছিল। যার অর্থ এ ব্যাপারে সংশ্লিষ্ট সব মামলাতেই রক্ষাকবচ পেয়েছিলেন মানিক ভট্টাচার্য। কিন্তু তা গ্রাহ্য না করে ইডি মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করে। পাল্টা ইডির আইনজীবী তথা সলিসিটর জেনারেল তুষার মেহেতা বলেন, দুটি বিষয় পৃথক। ইডি বেআইনি টাকার লেনদেন নিয়ে তদন্তের স্বার্থে মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করেছে। দুটি বিষয়কে গুলিয়ে ফেললে চলবে না। সওয়াল জবাবের পর সলিসিটর জেনারেল তুষার মেহেতার যুক্তিই মনে নেন বিচারপতি অনিরুদ্ধ বসুর বেঞ্চ। ফলে আপাতত ইডি হেফাজতেই থাকতে হবে মানিককে।

আরও পড়ুন: ক্রমশ শক্তিশালী হচ্ছে ‘সিতরাং’! পন্ড হবে কালীপুজো?