নিউজ ডেস্ক: প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তীব্র অস্বস্তিতে মানিক ভট্টাচার্য। কলকাতা হাইকোর্টেও মেলেনি স্বস্তি। তাই এবার হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন প্রাথমিক শিক্ষা সংসদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন দায়ের করেছেন তিনি। আগামী ২৭ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে শুনানি হতে পারে এই মামলার।
প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়ায় মানিক ভট্টাচার্যের। এরপরই কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের পক্ষ থেকে মানিক ভট্টাচার্যকে অপসারণের নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি মানিক ভট্টাচার্য এবং তাঁর পরিবারের সদস্যদের সম্পত্তির খতিয়ান হলফনামা আকারে জমা দিতে বলা হয়।সিঙ্গল বেঞ্চের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের যান প্রাথমিক শিক্ষা সংসদের প্রাক্তন সভাপতি। কিন্তু সেখানেও ধাক্কা খান তিনি।
কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বহাল থাকে সিঙ্গল বেঞ্চের নির্দেশ। ফলে অস্বস্তিতে পড়েন মানিক ভট্টাচার্য। রক্ষাকবচ পেতে এরপর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিনি। ডিভিশন বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ১৫ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন দায়ের করেন তিনি। ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, এই মামলায় সব পক্ষকেই নোটিশ দিতে হবে। আগামী ২৭ সেপ্টেম্বর শীর্ষ আদালতে হতে পারে শুনানি।
Leave a Reply