Manu Bhaker

Manu Bhaker: ভারতীয় মহিলা অ্যাথলিট হিসাবে নতুন নজির গড়লেন মনু ভাকের, ভারতীয় অ্যাথলিটের সঙ্গে চুক্তিবদ্ধ হচ্ছে বেসরকারি সংস্থা!

ইউ এন লাইভ নিউজ: ভারতীয় মহিলা অ্যাথলিট হিসাবে নতুন নজির তৈরি করলেন মনু ভাকের। ২২ বছরের মনু সদ্য সমাপ্ত অলিম্পিকে শুটিং বিভাগে দুটি ব্রোঞ্জ পেয়ে সাড়া ফেলে দিয়েছেন। তিনি একমাত্র ভারতীয় যিনি কোনও একটি অলিম্পিক থেকে দুটি পদক জিতে নজির স্থাপন করেছেন। মনুর হাত ধরে ভারতীয় অ্যাথলিট জগতে নতুন জোয়ারের সম্ভাবনা দেখছেন ময়দানের মানুষেরা। সবচেয়ে বড় খবর হল রেকর্ড অর্থে কোনও ভারতীয় অ্যাথলিটের সঙ্গে চুক্তিবদ্ধ হচ্ছে বেসরকারি সংস্থা।

বছরে দেড় কোটি টাকার এই চুক্তি হতে চলেছে একটি নরম পানীয় সংস্থার সঙ্গে। মাঠের লোকেদের বক্তব্য, এমন দিন ছিল যখন ক্রিকেটারদের পেছনে এক টাকাও ঢালতো না বেসরকারি সংস্থা গুলি। পরিস্থিতির পরিবর্তন ঘটিয়েছিলেন সুনীল গাভাস্কার। এখন একটি কোম্পানির সঙ্গে বিরাট কোহলি কিংবা রোহিত শর্মার চুক্তি হয় তিন থেকে পাঁচ কোটি টাকার অঙ্কে। কিছুদিন আগেও মহিলা অ্যাথলিটরা ছিলেন ব্রাত্য। সেই পরিস্থিতির পরিবর্তন হতে শুরু করেছে। পুরুষদের ক্ষেত্রে বড় পরিবর্তন এনেছেন নীরজ চোপড়া এবার সাড়া ফেললেন মনু। বিশেষজ্ঞরা বলছেন, এগুলোই নতুন নতুন ছেলে মেয়েদের প্রভাবিত করবে। টেনে আনবে অ্যাথলিট সার্কিটে।