Post-waxing Tips

Post-waxing Tips: ওয়্যাক্সিংয়ের পরে অনেকেরই হয় র‌্যাশের সমস্যা, কোন উপায় মেনে চললে এই সমস্যা দূর হবে? জানুন

ইউ এন লাইভ নিউজ: পুজো আসতে আর মাত্র এক মাস বাকি। বলা যেতেই পারে হাতে একদমই সময় নেই। কেউ কেউ ওজন ঝরানো নিয়ে তাই ব্যস্ত হয়ে পড়েছে আবার কেউ কেউ রূপচর্চাতে। ঘরোয়া ফেসপ্যাক থেকে নিয়মিত সালোঁয় গিয়ে ওয়্যাক্সিন— বাদ থাকে না কিছুই। এমনকি শুধু পুজোর সময় না গায়ের অবাঞ্ছিত রোম তুলতে প্রায় প্রতি মাসেই ওয়্যাক্সিং করান অনেকে। কিন্তু প্রতি বারই এক সমস্যা। রোম তোলার পরই সারা গা ভরে যায় ছোট ছোট র‌্যাশে। র‌্যাশের সঙ্গে আবার কোনো কোনো মানুষের হয় চুলকানির সমস্যা। তবে পুজোর আগে এই বিষয় একটু সচেতন না হলে কিন্তু বিপদ। শখ করে কোনো ছোট জামা কিনেছেন কিন্তু, তা পরার সময় পা ভর্তি র‌্যাশ দেখতে মোটেও ভাল লাগে না। তাই ঘরোয়া কিছু টোটকা মাথায় রাখলেই ওয়্যাক্স করানোর পর ত্বকের অস্বস্তি এড়ানো সম্ভব।

১) ওয়্যাক্স করানোর পর বরফ জলের সেঁক দিতে পারেন। রোম তোলার পর ফলিকলের মুখ বন্ধ করতে এই টোটকা ভীষণ কাজের।

২) রোম তোলার পর, ইনগ্রোথ-এর সমস্যা থেকে মুক্তি পেতে অনেকেই এক্সফোলিয়েট করেন। কিন্তু এই অভ্যাসে সমস্যা কিন্তু আরও বেড়ে যেতে পারে। তাই ওয়্যাক্স করানোর সঙ্গে সঙ্গে এক্সফোলিয়েট করা যাবে না। অন্তত পক্ষে তিন থেকে চার দিন অপেক্ষা করতে হবে।

৩) ওয়্যাক্স করানোর পর, দেহে রোদ না লাগানোই ভাল। স্পর্শকাতর ত্বকের জন্য সূর্যের ক্ষতিকর রশ্মি মারাত্বক হয়ে উঠতে পারে। রোম তোলার পর ত্বকের আর্দ্রতা বজায় রাখাও জরুরি।

৪) দেহ থেকে ওয়্যাক্স-এর চ্যাটচ্যাটে ভাব দূর করতে অনেকেই গরম জল ব্যবহার করেন। তবে রোম তোলার অন্তত ২৪ ঘণ্টা পর্যন্ত গরম জলে স্নান না করাই ভাল, এতে অস্বস্তি আরও বেড়ে যায়। ত্বকে র‌্যাশের সমস্যা ঠেকিয়ে রাখতেও সাহায্য করে ময়শ্চারাইজ়র। খুব ভাল হয় যদি ঠান্ডা অ্যালো ভেরা জেল ব্যবহার করেন।