বাতিল একাধিক ট্রেন, চরম দুর্ভোগে পড়তে চলেছেন যাত্রীরা

নিউজ ডেস্ক: দুর্ভোগে পড়তে পারেন নিত্য ট্রেন যাত্রীরা। শনিবার দক্ষিণ পূর্ব রেলের হাওড়া শাখায় বাতিল থাকছে একাধিক ট্রেন। পূর্ব রেল জানিয়েছে ১২ নভেম্বর সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত হাওড়া শাখায় আপ লাইনে বেশ কিছু ট্রেন বাতিল থাকবে। এদিন সকাল ১১টা থেকে দুপুর ৩টে পর্যন্ত ডাউন লাইনে পাওয়ার ব্লক করা হবে।

যে ট্রেনগুলি বাতিল করা হয়েছে সেগুলি হল

  • ৩৭৯১১ হাওড়া-কাটোয়া লোকাল,
  • ৩৭৭৪৫ ব্যান্ডেল-কাটোয়া লোকাল।
  • ৩৭৭৪৭ ব্যান্ডেল-কাটোয়া লোকাল।
  • ৩৭৯২২ কাটোয়া-হাওড়া লোকাল।
  • ৩৭৭৪৪ কাটোয়া-ব্যান্ডেল লোকাল
  • ৩৭৭৪৬ কাটোয়া-ব্যান্ডেল লোকাল।
  • এছাড়াও শনিবার ৩৭৭৪৮ নম্বর কাটোয়া-ব্যান্ডেল লোকাল কাটোয়া স্টেশন থেকে দুপুর ১টার বদলে দুপুর ২টো ১০ মিনিটে ছাড়বে বলে জানিয়েছে পূর্ব রেল।

সম্প্রতি বারুইপাড়া ও চন্দনপুর স্টেশনের মধ্যে চতুর্থ লাইনে কাজ চলার জন্য ১২ দিনের জন্য লোকাল ট্রেন বাতিল করেছে পূর্ব রেল। ৭ নভেম্বর থেকে পরবর্তী ১২ দিনের জন্য হাওড়া ও শিয়ালদা ডিভিশনের একাধিক ট্রেন বাতিল থাকছে। লোকাল ট্রেন বাতিল করার পাশাপাশি কয়েকটি দূরপাল্লার ট্রেন ঘুরিয়ে দেওয়া হবে ব্যান্ডেল দিয়ে।

আরও পড়ুন: কেম্পেগৌড়ার মূর্তি উন্মোচন থেকে বন্দে ভারত ট্রেনের উদ্বোধন, ২৫ হাজার কোটির প্রকল্প মোদির

হাওড়া-বর্ধমান কর্ড শাখায় ৭ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত যে লোকাল ট্রেনগুলিকে বাতিল করা হয়েছে সেগুলি হল

  • ৩৬৮১১ হাওড়া-বর্ধমান লোকাল।
  • ৩৬০৩১ হাওড়া-চন্দনপুর লোকাল।
  • ৩৬০৩৩ হাওড়া-চন্দনপুর লোকাল।
  • ৩৬০৩৫ হাওড়া-চন্দনপুর লোকাল।
  • ৩৬০৩৭ হাওড়া-চন্দনপুর লোকাল।
  • ৩৬৮১২ বর্ধমান-হাওড়া লোকাল।
  • ৩৬০৩২ চন্দনপুর-হাওড়া লোকাল।
  • ৩৬০৩৪ চন্দনপুর-হাওড়া লোকাল।
  • ৩৬০৩৬ চন্দনপুর-হাওড়া লোকাল।
  • ৩৬০৩৮ চন্দনপুর-হাওড়া লোকাল।