নিউজ ডেস্ক: কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে এনআইএ-র হাতে গ্রেফতার মাওবাদী শীর্ষ নেতা। ধৃতের নাম সম্রাট চক্রবর্তী। তিনি মাওবাদীদের রাজ্য কমিটির নেতা ছিলেন বলে জানা গেছে। তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা রয়েছে বলে এইআইএর অভিযোগ। ধৃত মাওবাদী নেতা সম্রাট, বাম আমলে রাজ্যের প্রাক্তন উচ্চশিক্ষামন্ত্রী প্রয়াত সত্যসাধন চক্রবর্তীর ঘনিষ্ঠ আত্মীয় বলে জানা গেছে।
পুলিশ সূত্রে খবর, অনেক দিন ধরেই মাও নেতা সম্রাটকে পুলিশ খুঁজছিল। কিন্তু কোনও ভাবেই তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। অবশেষে মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করে এনআইয়ের অধিকারিকরা। জানা যায় নদিয়া, উত্তর ২৪ পরগনা-সহ একাধিক জায়গায় পালিয়ে বেড়াচ্ছেন সম্রাট।
তারপরেই তল্লাশি শুরু কেন্দ্রীয় সংস্থার অধিকারিকরা। অবশেষে সোমবার গভীর রাতে এনআইএর হাতে গ্রেফতার হন সম্রাট। তারপরেই ধৃত মাওবাদী নেতার সঙ্গে বাম আমলের প্রাক্তন উচ্চশিক্ষা মন্ত্রী প্রয়াত সত্যসাধন চক্রবর্তীর সম্পর্কের কথা সামনে আসে। তার পরই শোরগোল পড়ে রাজ্য-রাজনীতিতে। ধৃত মাও নেতার সঙ্গে কাদের যোগাযোগ ছিল, খতিয়ে দেখছে তদন্তকারিরা।
আরও পড়ুন: কাশ্মীরি পণ্ডিত গণহত্যা মামলায় বড় ধাক্কা সুপ্রিম কোর্টে, খারিজ তদন্তের আবেদন
সূত্রের খবর, গুয়াহাটির একটি মামলায় মাও নেতা সম্রাটকে গ্রেফতার করেছে এনআইএ। তাই তাঁকে গুয়াহাটি নিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। চলতি বছরের শুরুতেই ঝাড়গ্রাম-সহ জঙ্গলমহলের বেশ কিছু জায়গায় ফের মাওবাদীরা মাথা চাড়া দিয়েছিল। তাঁদের কার্যকলাপ আঁচ করেছিলেন গোয়েন্দাদের একাংশ। ওই সময় জঙ্গলমহল, ঝাড়গ্রামের বিভিন্ন এলাকা সহ রাজ্যের বিভিন্ন জায়গা থেকে মাওবাদি পোস্টার উদ্ধার করে পুলিশ।
Leave a Reply