FIFA World Cup 2022: দায় এমবাপের, ফিফা আর্থিক জরিমানা করতে পারে ফ্রান্সকে!

স্পোর্টস ডেস্ক: ফিফার নির্দিষ্ট কিছু নিয়ম আছে। সেই নিয়মের তোয়াক্কা করেননি ফ্রান্স দলের তারকা ফুটবলার এমবাপে। তাই ফিফার রোষ গিয়ে পড়েছে তাঁর উপর। শুধু তিনি নন, ফিফার কড়া বার্তায় খোদ ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশনও শাস্তির মুখে।

কী এমন ঘটে গেল যে ফিফা এত কড়া মানসিকতা দেখাচ্ছে!

ফ্রান্সের এই তারকা ফুটবলারটি ‘মিক্সড জোন’ এরিয়াতে প্রচার মাধ্যমের সঙ্গে কথা না বলে চলে গিয়েছিলেন পরপর দুটি ম্যাচের শেষে। এতেই নাকি নিয়ম ভেঙেছেন এমবাপে। অথচ, সোশ্যাল মিডিয়াতে একটি ছবি ভাইরাল হয়েছে। আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে আর তাঁর পরিবারের সঙ্গে হাসি মুখে ছবি তুলেছেন এমবাপে! সেটাও আবার ডেনমার্ক ম্যাচের পর! ডেনমার্কের বিপক্ষে ফ্রান্স ২-১ গোলে জেতে। দুটি গোলই করেছিলেন এমবাপে। বলাই চলে – তিনি ম্যাচের সেরা ছিলেন। সেই জয় ফ্রান্সের প্রি কোয়ার্টার ফাইনালে খেলা নিশ্চিত করেছিল। দুটি ম্যাচে ৩ টি গোল করে টপ স্কোরার। আগের বিশ্বকাপে করেছিলেন ৪ টি গোল। তার থেকে এক গোল পিছিয়ে আছেন তিনি। তবুও মিডিয়ার সামনে আসেনি। ফিফার নিয়মে যা চুক্তিভঙ্গের সামিল।

এই বিতর্কের আগুনে ঘি ঢেলে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের মেয়ে – ইভাঙ্কা। তিনি তাঁর তিন সন্তান আর স্বামীকে নিয়ে এখন কাতারে। দেখছেন বিশ্বকাপ ফুটবল। তিনি আর তাঁর পরিবারের সঙ্গে ফ্রান্স তারকার ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেন। শুরু হয়ে যায় কড়া সমালোচনা।

কাতার বিশ্বকাপে গ্রুপ লিগের দুটি ম্যাচের শেষে দলের ম্যানেজার অন্যান্য ফুটবলারদের নিয়ে হাজির হলেও – ফ্রান্স ফুটবল ফেডারেশনের কর্তারা এমবাপেকে এখনও সংবাদিকদের সামনে আনতে পারেননি। ফিফার থেকে আর্থিক জরিমানা হজম করা এখন ফ্রান্সের প্রায় নিশ্চিত।

ফেঞ্চ ফুটবল ফেডারেশনের দাবি, তারা দলের এই তারকা ফুটবলারকে ইতিমধ্যে সতর্ক করে দিয়েছে। তা নাকি হয়েছে, অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ জিতে সাংবাদিকদের সামনে না যাওয়ার জন্য। এই ঘটনা, আর একটি ম্যাচে ঘটলেই শাস্তির মুখে পড়ে যাবে ফ্রান্স। আর তা হলে, এই মোটা আর্থিক জরিমানা ফ্রান্স আর দলের তারকা ফুটবলার এমবাপেকে ভাগ করে দিতে হবে।

ছবি: সৌ টুইটার।