নিউজ ডেস্ক: দিল্লি পুরসভায় মোট আসন ২৫০। ২৫ বছর আগে দিল্লির গদি ফস্কে গিয়েছিল বিজেপির। এবার ১৫ বছর পরে দিল্লি পুরসভাতেও হবে ইতিহাসের পুনরাবৃত্তি, এমনটাই দাবি অধিকাংশ বুথ ফেরত সমীক্ষার। সমীক্ষার পূর্বাভাস, অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি (আপ) দিল্লি পুরসভায় করবে বাজিমাত।
২৫০ আসনের দিল্লি পুরসভায় জিততে গেলে অন্তত প্রয়োজন ১২৬টি আসন। ইন্ডিয়া টুডে এবং অ্যাক্সিস মাই ইন্ডিয়ার বুথ ফেরত সমীক্ষা বলছে, বিজেপি ৬৯-৯১, কংগ্রেস ৩-৭ এবং নির্দল ও অন্যেরা ৫-৯টি আসন পেতে পারে। এদিকে, ১৪৯-১৭১ আসনে জিতে অবশেষে রাজধানীর স্টিয়ারিং থাকবে আপের হাতে, এমনটাই জানাচ্ছে সমীক্ষা। ইটিজি-টিএনএন-এর সমীক্ষা অনুযায়ী আপ ১৪৬-১৫৬, বিজেপি ৮৪-৯৪, কংগ্রেস ৬-১০ এবং নির্দল ও অন্যেরা ০-৪টি আসনে জিততে পারে। জন কি বাত-এর জনমত সমীক্ষা অনুযায়ী আপ ১৫৯-১৭৫, বিজেপি ৭০-৯২ এবং কংগ্রেস ৪-৭টি ওয়ার্ডে আসনে জিততে পারে।
আরও পড়ুন: হিমাচলে ক্ষমতা দখলে বিজেপি-কংগ্রেসের জোর টক্কর, ইঙ্গিত বুথ ফেরত সমীক্ষার
পঞ্জাবে সরকার গঠনের পর গত ফেব্রুয়ারিতেই বিজেপির থেকে দিল্লির ৩টি পুরসভা ছিনিয়ে নেওয়ার প্রস্তুতি শুরু করেছিল কেজরিওয়ালের আপ। এ বারের পুরভোটে কার্যত নরেন্দ্র মোদী-অমিত শাহদের ‘ডাবল ইঞ্জিন সরকারের’ স্লোগান ধার করেই দিল্লির উন্নয়নের জন্য বিধানসভা ও পুরসভায় একই দল রাখার আবেদন জানিয়েছিলেন আপ-প্রধান। গত ৭ বছরে কেজরি-সরকারের আমলে দিল্লির স্বাস্থ্য ও শিক্ষায় যে আমূল পরিবর্তন ঘটেছে, তার উদাহরণ তুলে ধরার পাশাপাশি, বিজেপি পরিচালিত পুরনিগমের ‘জঞ্জাল সাফাইয়ে ব্যর্থতা’র কথাও প্রচারে বলেছিলেন কেজরিওয়াল। এখন বুথ ফেরত সমীক্ষার পূর্বাভাস বাস্তবায়িত হয় কি না, সেই দিকেই থাকবে নজর।
আরও পড়ুন: গুজরাটের মসনদে ফের বিজেপি, ইঙ্গিত বুথ ফেরত সমীক্ষার
Leave a Reply